রসায়ন ৫ম অধ্যায়: রাসায়নিক বন্ধন সৃজনশীল প্রশ্ন

নবম দশম শ্রেণীর রসায়ন ৫ম অধ্যায় (রাসায়নিক বন্ধন) এর কয়েকটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলোঃ


১.ময়মনসিংহ বোর্ড ২০২১ঃ
9X12Y, 15Z, 30M
[এখানে X, Y, Z ও M প্রতীকী অর্থে; কোনো মৌলের প্রতীক নয় ]
ক) বদ্ধ শিকল হাইড্রোকার্বন কাকে বলে?
খ) মিথেন একটি প্যারাফিন— ব্যাখ্যা কর?
গ)ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণিতে M মৌলের অবস্থান নির্ণয় কর?
ঘ)YX2 ও ZX3 যৌগগুলোর মধ্যে একই ধরনের বন্ধন কি-না?যুক্তিসহ বিশ্লেষণ কর।




২.দিনাজপুর বোর্ড ২০২১ঃ
1A এবং 17B

ক. আয়নিক বন্ধন কাকে বলে?
খ. 'He' কে গ্রুপ 18-এ রাখা হয় কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের A ও B মৌলের মধ্যে কী ধরনের বন্ধন গঠিত হয়?ডায়াগ্রামসহ ব্যাখ্যা কর।
ঘ. AB যৌগটির পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল বিশ্লেষণ কর?


৩.বরিশাল বোর্ড ২০২১ঃ
M একটি মৌল যার নিউক্লিয়াসের প্রকৃত ভর 6.5287 × 10 -23 g এবং নিউট্রন সংখ্যা 20। A ও B অপর দুটি মৌল যারা পর্যায় সারণির ২য় পর্যায়ের যথাক্রমে গ্রুপ-15 এবং গ্রুপ-17 এ অবস্থিত।
ক. জীবাশ্ম কাকে বলে?
খ. C,H, - একটি অ্যালকাইল মূলক- ব্যাখ্যা কর।
গ. M মৌলের প্রোটন সংখ্যা নির্ণয় কর।
ঘ. M ও B এবং A ও B দ্বারা গঠিত দুটি যৌগের জলীয় দ্রবণের কোনটি বিদ্যুৎ পরিবাহী? বিশ্লেষণ কর।


৪.যশোর বোর্ড ২০২১ঃ
8P, 10Q, 13R
[এখানে P, Q, R প্রতীকী অর্থে প্রচলিত কোনো মৌলের প্রতীক নয় ]
ক. আয়ন কাকে বলে?
খ. পটাশিয়াম কে ক্ষার ধাতু বলা হয় কেন?
গ. 'Q' মৌলটির নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা কর?
ঘ. 'P' এবং 'R' মৌল কীভাবে 'Q' মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করে— বিশ্লেষণ কর।?


৫ নং সৃজনশীল প্রশ্নঃ
A,D,E মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 19,9,8।
ক)অ্যানায়ন কাকে বলে?
খ)পানি একটি পোলার যৌগ -ব্যাখ্যা কর?
গ)A ও D মৌলের মধ্যে কী ধরনের বন্ধন গঠিত হয় -ডায়াগ্রামসহ লিখ?
ঘ)উদ্দীপকের দুইটি মৌল মৌলিক অণু গঠন করে -বিশ্লেষণ কর?


নবম-দশম শ্রেণীর রসায়ন ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৬ নং সৃজনশীল প্রশ্নঃ
4Na+O2 ------>2A
  O2+Cl------->2B
ক) অরবিট কী?
খ)অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর 16 বলতে কী বুঝায়? 
গ)উদ্দীপকের A যৌগের উপাদান মৌলসমূহের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া চিত্রসহ বর্ণনা কর?
ঘ)উদ্দীপকের B যৌগটি একটি পোলার যৌগ -বিশ্লেষণ কর?


৭ নং সৃজনশীল প্রশ্নঃ
15,17,24 ও 30 পারমাণবিক সংখ্যাবিশিষ্ট চারটি মৌল, যারা বিভিন্ন যৌগ গঠন করে।
ক)আয়নিক যৌগ কাকে বলে?
খ)Mg আয়নিক যৌগ গঠন করে কেন?
গ)উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ মৌলের ইলেকট্রন বিন্যাস করে পর্যায় সারণিতে তাদের অবস্থান নির্ণয় কর?
ঘ)উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় মৌল দ্বারা যৌগ গঠনকালে অষ্টক সূত্র মেনে চলে আবার ব্যত্যয়ও ঘটায় -বিশ্লেষণ কর?


৮ নং সৃজনশীল প্রশ্নঃ
A ও B দুইটি মৌল। উভয় মৌলই X(17) এর সাথে যৌগ গঠন করে। A মৌলের K শেলে 1টি এবং B মৌলের M শেলে 1টি ইলেকট্রন বিদ্যমান।
ক)রাসায়নিক বন্ধন কাকে বলে?
খ)যোজনী ও যোজ্যতা ইলেকট্রন ব্যাখ্যা কর?
গ)B ও X মৌল দুটির মধ্যে যৌগ গঠন প্রক্রিয়া চিত্রসহ ব্যাখ্যা কর?
ঘ)AX ও BX যৌগ দুটির বন্ধন গঠন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও?

৯ নং সৃজনশীল প্রশ্নঃ
নিচে দুটি মৌল উল্লেখিত হলোঃ
11X এবং 17Y
ক)ধাতব বন্ধন কাকে বলে?
খ)HCl পোলার যৌগ ব্যাখ্যা কর?
গ)উদ্দীপকের মৌলদ্বয়ের মধ্যে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা কর?
ঘ)উদ্দীপকের মৌলদ্বয় দ্বারা গঠিত যৌগের পানিতে দ্রবীভূত হওয়ার কৌশল বিশ্লেষণ কর?



নবম-দশম শ্রেণির শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে। আপনার বন্ধুদের এই ওয়েবসাইটটি সম্পর্কে জানান।নিশ্চয়ই আপনারা এখান থেকে উপকৃত হবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url