নবম-দশম শ্রেণীর রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন

নবম-দশম শ্রেণীর রসায়ন ৩য় অধ্যায় (পদার্থের গঠন) এর কয়েকটি সৃজনশীল প্রশ্ন উত্তরসহ  নিচে দেওয়া হলোঃ

১ নং সৃজনশীল প্রশ্নঃ

(i)রাদারফোর্ডের মডেল
(ii)বোর পরমাণু মডেল
ক) অরবিটাল কাকে বলে?
খ)ফ্লোরিন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ— ব্যাখ্যা কর।
গ) (ii) নং এর মতবাদগুলো লিখ?
ঘ. মডেল-(i) ও মডেল-(ii) এর মধ্যে কোনটি অধিকতর উপযোগী?বিশ্লেষণ কর।

১ নং সৃজনশীল প্রশ্নের উত্তরঃ

(ক)-এর উত্তর:

পরমাণুর প্রতিটি প্রধান শক্তিস্তর এক বা একাধিক উপশক্তিস্তর নিয়ে গঠিত; এ উপশক্তিস্তরগুলোকে অরবিটাল বলা হয়।

(খ)-এর উত্তর:

স্বাভাবিক অবস্থায় পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সংখ্যা সমান।কেন্দ্রে অবস্থিত ধনাত্মক
প্রোটনের সমান সংখ্যক ঋণাত্মক ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে বলে পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয় । ফ্লোরিনের প্রোটন সংখ্যা 9 এবং ইলেকট্রন সংখ্যা 9। যেহেতু প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান, সেহেতু ফ্লোরিন পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ ।

(গ) এর উত্তরঃ

উদ্দীপকের ২নং পরমাণুর মডেলটি নীলস বোর পরমাণু মডেল।
নিচে মডেলটির মতবাদগুলো দেওয়া হলো-
বোর পরমাণু মডেলের মতবাদ : (a) পরমাণুতে যে সকল ইলেকট্রন থাকে সেগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইচ্ছামত যেকোনো কক্ষপথে ঘুরতে পারে না। শুধু নির্দিষ্ট ব্যাসার্ধের কতকগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এ কক্ষপথগুলোকে প্রধান শক্তিস্তর বা অরবিট বলে। স্থির কক্ষপথে ঘুরার সময় ইলেকট্রনগুলো কোনোরূপ শক্তি শোষণ বা বিকিরণ করে না।

(b) প্রতিটি নির্দিষ্ট কক্ষপথ বা শক্তিস্তরে আবর্তনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্দিষ্ট এবং তা এর h/2π পূর্ণ সংখ্যার গুণিতক হবে।
অর্থাৎ, mvr=nh/2π

(c) কোনো প্রধান শক্তিস্তরে ইলেকট্রন ঘুরার সময় ইলেকট্রনের কোনো শক্তি শোষিত বা বিকিরিত হয় না, তবে ইলেকট্রন যদি নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায় তখন, শক্তি শোষিত হয়। আবার যদি ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যায় তখন শক্তি বিকিরিত হয়।

আরও পড়ুনঃ

(ঘ) এর উত্তরঃ

মডেল-(i) ও মডেল-(ii) এর মধ্যে (ii) নং মডেল অর্থাৎ বোর পরমাণু মডেলটি অধিক উপযোগী।

(a) রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ-উপগ্রহগুলো যেমন ঘুরছে, পরমাণুতে ইলেকট্রনগুলোও তেমন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তিস্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি কিন্তু বোরের পারমাণবিক মডেলে পরমাণুর শক্তিস্তরের আকার বৃত্তাকার বলা হয়েছে।
(b) রাদারফোর্ডের পরমাণু মডেলে পরমাণু শক্তি শোষণ করলে বা শক্তি বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন ঘটে সে কথা বলা হয়নি কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণু শক্তি শোষণ করলে ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে ওঠে। আবার, পরমাণু শক্তি বিকিরণ করলে ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে নেমে আসে।

(c) রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে কোনো মৌলের পারমাণবিক বর্ণালি ব্যাখ্যা করা যায় না। কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হাইড্রোজেন (H) এর বর্ণালি ব্যাখ্যা করা যায়।

তাই বলা যায়,বোর পরমাণু মডেলটি অধিক উপযোগী।

২.দিনাজপুর বোর্ড ২০২১ঃ

a) রাদারফোর্ডের মডেল
b) বোর পরমাণু মডেল
ক) মৌলিক পদার্থ কাকে বলে?
খ) 2N ও N2 বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর?
গ)উদ্দীপকের কোন মডেলকে সৌর মডেল বলা হয়? কারণসহ ব্যাখ্যা কর।
ঘ)উদ্দীপকের মডেল দুইটির তুলনা কর?

৩.সিলেট বোর্ড ২০২১ঃ

 1H

  1T

 1D

 Li

 (i)

 (ii)

 (iii)

 (iv) 


ক) যোজ্যতা ইলেকট্রন সংখ্যা কাকে বলে?
খ) সোডিয়াম নমনীয় কেন- ব্যাখ্যা কর?
গ) উদ্দীপকের (i), (ii) ও (iii) পরস্পরের আইসোটোপ– ব্যাখ্যা কর?
ঘ) উদ্দীপকের (i) ও (iv) পরমাণুর মধ্যে কোনটির গঠন ব্যাখ্যায় বোরের পরমাণু মডেল সফল? যুক্তি দাও।

৪.দিনাজপুর বোর্ড ২০২১ঃ

কপারের দুটি আইসোটোপ  63Cu, 65Cu এবং এর আপেক্ষিক পারমাণবিক ভর 63.5
ক) পরমাণু কাকে বলে?
খ) রোগ নির্ণয়ে আইসোটোপের ব্যবহার লিখ?
গ) উদ্দীপকের আইসোটোপদ্বয়ের শতকরা পরিমাণ নির্ণয় কর?
ঘ) উদ্দীপকের মৌলটির ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়মের ব্যতিক্রম কী? বিশ্লেষণ কর ।

৫ নং সৃজনশীল প্রশ্নঃ

A ও B দুইটি মৌল যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে 20 ও 9।
ক)একটি ইলেকট্রনের ভর কত?
খ)তেজস্ক্রিয়তা একটি নিউক্লীয় ঘটনা কেন?ব্যাখ্যা কর।
গ)A মৌলের ইলেকট্রন বিন্যাস কেন 2n‌2  সূত্র অনুসরণ করে না?
ঘ)A ও B দ্বারা গঠিত যৌগ কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন না করলেও গলিত অবস্থায় করে- বিশ্লেষণ কর?


নবম দশম শ্রেণীর রসায়ন ৩য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৬ নং সৃজনশীল প্রশ্নঃ

P একটি মৌলিক পদার্থ যার নিউক্লিয়াসের ভর 9.067×10 -23g নিউটন সংখ্যা 30 ।মৌলটি একাধিক যোজনী প্রদর্শন করে।
ক)নিউট্রনের প্রকৃত আধান কত?
খ)পরমাণু চার্জ নিরপেক্ষ কেন?
গ)P মৌলটি শনাক্ত কর?
ঘ)বিভিন্ন শক্তিস্তরে মৌলটির ইলেকট্রন বিন্যাস চিত্রের মাধ্যমে বিশ্লেষণ কর?


৭ নং সৃজনশীল প্রশ্নঃ

X মৌলের ইলেকট্রন সংখ্যা 18 এবং এর নিউক্লিয়াসের ভর 5.854×10 -23 g। প্রকৃতিতে মৌলটির ভারী আইসোটোপের পরিমাণ 25%।
ক)আইসোমার কী?
খ)পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়?
গ)X মৌলটি শনাক্ত কর?
ঘ)উল্লেখিত মৌলটির আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা সম্ভব কিনা- গাণিতিকভাবে বিশ্লেষণ কর?


৮ নং সৃজনশীল প্রশ্নঃ

নিম্নে দুটি মৌলের পারমাণবিক সংখ্যাসহ প্রতীক দেয়া হলোঃ
26A এবং 29B

ক) নিউক্লিয়ন সংখ্যা কী?
খ)পরমাণুতে কীভাবে বর্ণালি সৃষ্টি হয়?
গ)উদ্দীপকের দ্বিতীয় মৌলটির ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম-ব্যাখ্যা কর?
ঘ)প্রথম মৌলটির ইলেকট্রন বিন্যাস লিখে এর যোজনীর ব্যাখ্যা দাও?


৯ নং সৃজনশীল প্রশ্নঃ

পরমাণুর গঠন সম্পর্কিত দুইটি বিশেষ ঘটনা ও সময় নিম্নরূপ :
ঘটনা-১ : ১৯১১ সাল
ঘটনা-২ : ১৯১৩ সাল
ক) পর্যায় সারণি কাকে বলে?
খ) সকল খনিজ আর্করিক নয় কেন? ব্যাখ্যা কর?
গ)রসায়নে ঘটনা-১ এর গুরুত্ব বর্ণনা কর?
ঘ) ঘটনা-২ মূলত ঘটনা-১ এরই সংশোধিত রূপ— বিশ্লেষণ কর?


পোস্টটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান এবং শিক্ষামূলক কনটেন্ট পেতে আমাদের সাথে থাকবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url