সুভা গল্পের mcq (বহুনির্বাচনি প্রশ্ন) ও উত্তর

SSC প্রস্তুতি সুভা গল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি  mcq (বহুনির্বাচনি প্রশ্ন) উত্তরসহ নিচে দেওয়া হলোঃ

১। সুভাদের গ্রামের নাম নিচের কোনটি?
ক)হরীপুর
খ)
চণ্ডীপুর
গ)নন্দীপুর
ঘ)কোনোটিই নয়
উত্তর:খ)চণ্ডীপুর


২। গৃহস্থঘরের মেয়ের সাথে তুলনা করা হয়েছে কাকে?
ক) সুভাকে
খ) নদীকে
গ) গোয়ালের গাভীকে
ঘ) প্রকৃতিকে
উত্তরঃ খ) নদীকে


৩। সুভাদের বাড়িটি কোথায় ছিল?
ক) মাঝগ্রামে
খ) নদীর একেবারে উপরে
গ) বাজারের পাশে
ঘ) শহরের পাশে
উত্তরঃ খ) নদীর একেবারে উপরে

পড়তে পারেনঃ

৪।সুভার বন্ধু কারা ছিল?
ক)ছাগল
খ)গোয়ালের দুটি গাভী
গ)বিড়াল শাবক
ঘ)গরু
উত্তর: খ)গোয়ালের দুটি গাভী


৫। জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত কোন সময়?
ক)সন্ধ্যায়
খ)প্রভাতে
গ)অপরাহ্নে
ঘ)মধ্যাহ্নে
উত্তর: ঘ)মধ্যাহ্নে


৬। সুভার ভাষার অভাব পূরণ করে দেয় কে?
ক) প্রকৃতি
খ) সর্বশী
গ) প্রতাপ
ঘ)পাঙুলী
উত্তরঃ ক) প্রকৃতি


৭।  ভাবের আভাসমাত্র কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত – কে?
ক) সুভার চোখ
খ) সুভার হাত
গ) সুভার ওষ্ঠাধর
ঘ) সুভার চুল
উত্তরঃ গ) সুভার ওষ্ঠাধর


৮। কীসের ভাষা তর্জমা করতে হয় না?
ক) ঠোঁটের ভাষা
খ) কালো চোখের ভাষা
গ) মুখের ভাষা
ঘ) মনের ভাষা
উত্তরঃ খ) কালো চোখের ভাষা


৯। সুভার চোখগুলো কেমন ছিল?
ক)ছোটো ছোটো
খ)
সুদীর্ঘপল্লবৱিশিষ্ট
গ)খুবই সাধারণ
ঘ)
নীলমণি বিশিষ্ট
উত্তর:খ)সুদীর্ঘপল্লববিশিষ্ট

১০। সে নির্জন বিপ্রহরে মতো শব্দহীন এবং সঙ্গীহীন- কে?
ক)সুকেশীনী
খ)
প্রতাপ
গ)সুহাসিনী
ঘ)
সুভাষিণী
উত্তর:ঘ)সুভাষিণী


১১। সুভা বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত—

i. প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য

ii. মায়ের বিরক্তি দূর করার জন্য

iii. বাক্শক্তি ফিরে পাওয়ার জন্য

নিচের কোনটি সঠিক?

ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর:ক) i


১২। শিশুকাল থেকেই সুভা নিজেকে 'বিধাতার অভিশাপ' ভেবেছে কেন?
ক)কথা বলতে পারে না বলে
খ)
সমবয়সীদের আচরণে
গ)সকলের দুশ্চিন্তা প্রকাশে
ঘ)
মায়ের বিরক্তি প্রদর্শনে
উত্তর:গ)সকলের দুশ্চিন্তা প্রকাশে


১৩। বাণীকণ্ঠ সুতাকে কোথায় নিয়ে যাবে?
ক)ঢাকা
খ)
 কলকাতা
গ)শহরে
ঘ)
গ্রামে
উত্তরঃ গ)শহরে

১৪। সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়?
ক)ফুচ্ছ আকাশের সৌন্দর্যে
খ)
বিপুল নির্বাক প্রকৃতিতে
গ)সর্বশী ও পাঙ্গুলির স্পর্শে
ঘ)
প্রতাপের সঙ্গে সময় কাটিয়ে
উত্তর:খ)বিপুল নির্বাক প্রকৃতিতে


১৫। বাণীকন্ঠের কান্নার কারণ কী ছিল?
ক) গৃহত্যাগের কষ্ট
খ) সুর্ভাকে পাত্রস্থ করা
গ) পিতৃহৃদয়ের কাতরতা
ঘ) সুতার দুরবস্থা কল্পনা
উত্তরঃগ) পিতৃহৃদয়ের কাতরতা


১৬। প্রতাপের প্রধান শখ কী ছিল?
ক) ছিপ ফেলে মাছ ধরা
খ) তেঁতুল তলায় বসে থাকা
গ) সুভার সাথে গল্প করা
ঘ) অকর্মণ্য হয়ে বসে থাকা
উত্তরঃক) ছিপ ফেলে মাছ ধরা


নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও :
মধ্যবিত্ত গৃহিণী আসমা তার শারীরিক প্রতিবন্ধী ছেলে আসাদের লেখাপড়া ও খেলাধুলার জন্য বিশেষ ধরনের সামগ্রী সরবরাহ করে দিয়েছেন। আসাদ পাড়ার অন্যসব শিশুর সাথে মিলেমিশে স্বাভাবিকভাবে বেড়ে উঠছে। আসমা সন্তানের কর্মকাণ্ডে খুশি ও গর্বিত।


১৭। উদ্দীপকের আসাদের মধ্যে 'সুভা' গল্পের কোন বৈশিষ্ট্যটির মিল খুঁজে পাওয়া যায়?
ক) একাকিত্ব
খ) দুঃখ
গ) সঙ্গীহীনতা
ঘ) প্রতিবন্ধকতা
উত্তরঃঘ) প্রতিবন্ধকতা


১৮। উদ্দীপকের আসমার কোন দিকটি সুভার মায়ের সাথে সামঞ্জস্যপূর্ণ?
ক) স্নেহ
খ) আশা
গ) হতাশা
ঘ)উৎকন্ঠা
উত্তরঃ 
ক) স্নেহ


১৯। 'সুভা' গল্পে প্রতাপকে 'অকর্মণ্য সরকারি লোক বলা হয়েছে কেন?
ক)কোনো কাজ করে না তবু সবার কাজে লাগে
খ)কোনো কাজ করে না শুধু বসে বসে মাছ ধরে
গ)নিতান্তই সাধাসিধা কর্মহীন একজন মানুষ
ঘ)
কোনো সাংসারিক কর্মসম্পাদনে নিত্য অনগ্রহ
উত্তরঃ ক)কোনো কাজ করে না তবু সবার কাজে লাগে


২০। সুভাষিণী নামটি কে রেখেছিলা ?
ক)পিতা
খ)
মাতা
গ)বোন
ঘ)
ভাই
উত্তরঃ ক)পিতা


SSC প্রস্তুতি সুভা গল্পের mcq (বহুনির্বাচনি প্রশ্ন) ও উত্তর

২১। 'সুভা' গল্পে সুভাষিণীরা কয় বোন?
ক)১
খ)২
গ)৩
ঘ)৪
উত্তরঃ গ)৩

২২। 'কী রে সু, তোর নাকি বর পাওয়া গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস'- উক্তিটি কার?
ক)বড়োবোনের
খ)
প্রতাপের
গ) নানা ভাইয়ের
ঘ)
পড়শীর
উত্তরঃ খ)প্রতাপের

২৩। 'যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে সয় না'- উক্তিটি কাকে কেন্দ্র করে বলা হয়েছে?
ক)সুভাষিণী
খ)
সুহাসিনী
গ)সুকেশিনী
ঘ)
গোয়ালের গাভী দুটি
উত্তরঃ ক)সুভাষিণী

২৪। কিশলয় কী?
ক)গাছের নতুন পাতা
খ)
 হাতের বাহু
গ)হাতের আঙুল
ঘ)
 চোখ
উত্তরঃ ক)গাছের নতুন পাতা

২৫। বিজনমূর্তি শব্দটি 'সুভা' গল্পে কোন বিষয়টি ফুটিয়ে তুলেছে?
ক)কোলাহলপূর্ণ অবস্থা
খ)
কোলাহলহীন অবস্থা
গ)বিষন্নতা
ঘ)
জনবহুল স্থান
উত্তরঃ ক)কোলাহলপূর্ণ অবস্থা

২৬। সুভা কার পায়ের কাছে বসে কাঁদে?
ক)বাণীকন্ঠের
খ)
প্রতিবেশীর
গ)প্রতাপের
ঘ)পাঙুলীর
উত্তরঃ ক)বাণীকন্ঠের

২৭। শুক্লাদ্বাদশী কী?
ক)চাঁদের প্রথম দিন
খ)
চাঁদের দ্বিতীয় দিন
গ)চাঁদের তৃতীয় দিন
ঘ)
চাঁদের চতুর্থ দিন
উত্তরঃ খ)চাঁদের দ্বিতীয় দিন

২৮। বাণীকন্ঠ কে ?
ক) সুভার কাকা
খ)
 সুভার মামা
গ) সুভা ভাই
ঘ)
 সুভার পিতা
উত্তরঃ ঘ) সুভার পিতা

২৯। কোনটি সুতার ভাষার অভাব পূরণ করে?
ক)প্রতাপ
খ)
প্রকৃতি
গ)বাবার ভালোবাসা
ঘ)
মূক বন্ধুদের সঙ্গ
উত্তরঃ খ)প্রকৃতি

৩০। সুভা কার কানের কাছে আপনার গণ্ডদেশ ঘর্ষণ করিত?
ক)পাঙ্গুলির
খ)
সর্বশী
গ)বিড়ালের
ঘ)প্রতাপের
উত্তরঃ ক)পাঙ্গুলির


৩১। একটা জন্ম অনুমানশক্তির দ্বারা বালিকার মৰ্মবেদনা বুঝিত কে ?
ক)বিড়ালটি
খ)
সুতার বাবা
গ)গোয়ালের গাভী দুটি
ঘ)
প্রতাপ
উত্তরঃ গ)গোয়ালের গাভী দুটি


৩২। সুতার বন্ধুরা সুতাকে সান্ত্বনা দিত কীভাবে?
ক)কান্না করে
খ)
অশ্রু মুছে দিয়ে
গ)চুপ থেকে
ঘ)শিং ঘষে
উত্তরঃ ঘ)শিং ঘষে


৩৩। প্রতাপ মাছ ধরতে পছন্দ করত কেন?
ক)সময় কাটানোর জন্য
খ)
আনন্দ পাওয়ার জন্য
গ)অর্থ উপার্জনের জন্য
ঘ)
অলসতার জন্য
উত্তরঃ ক)সময় কাটানোর জন্য

 
৩৪। অকর্মণ্য লোকরা কাদের প্রিয় পাত্র?
ক)বাবা-মার
খ)
নিঃসম্পর্ক লোকদের
গ)নিকট আত্মীয়দের
ঘ)
সবার
উত্তরঃ খ)নিঃসম্পর্ক লোকদের


৩৫। অকর্মণ্য লোকদের কী হিসেবে মনে করা হয়?
ক)অমূল্য রতন
খ)
সরকারি সম্পত্তি
গ)গালাগালের পাত্র
ঘ)
নিন্দার পাত্র
উত্তরঃ খ)সরকারি সম্পত্তি


৩৬। প্রতাপ কখন মাছ ধরতে যেত?
ক)সকালে
খ)
অপরাহ্নে
গ) সন্ধ্যায়
ঘ)
রাতে
উত্তরঃ খ)অপরাহ্নে


৩৭। প্রতাপ মাছ ধরার সময় সুভা কোথায় বসে থাকত?
ক)আম তলায়
খ)
বটতলায়
গ)তেঁতুলতলায়
ঘ)
ঘাটে
উত্তরঃ গ)তেঁতুলতলায়

৩৮।  মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করত কে?
ক)সুভাষিণী
খ)
প্রতাপ
গ)সুতার মা
ঘ)
সুভার বাবা
উত্তরঃ ক)সুভাষিণী


৩৯। অকর্মণ্য লোকরা নিঃসম্পর্ক লোকদের প্রিয়পাত্র হওয়ার কারণ কোনটি?
ক)নিন্দা করা যায়
খ)
গালাগাল দেয়া যায়
গ)ভালোবাসা যায়
ঘ)
হাতের কাছে সবসময় পাওয়া যায়
উত্তরঃ ঘ)হাতের কাছে সবসময় পাওয়া যায়


৪০। মাছ ধরার সময় কেমন সঙ্গী সর্বাপেক্ষা শ্রেষ্ঠ?
ক)গল্পপটু
খ)
বাক্যহীন
গ)ভাষাবিশিষ্ট
ঘ)
নিতান্ত অলস
উত্তরঃ খ)বাক্যহীন

পড়তে পারেনঃ


৪১। কাদের মনে সর্বদা জাগরুক রূপে ছিল  সুভাষিণী?
ক) প্রতাপের
খ) মূক বন্ধুদের
গ)পিতামাতার
ঘ) আত্মীয় স্বজনদের
উত্তরঃ গ)পিতামাতার


৪২। সুভাষিণী কেমন ছিল?
ক)ল্যাংড়া
খ)কানা
গ)বোবা
ঘ)দৃষ্টিহীন
উত্তরঃগ)বোবা


৪৩। সাধারণের দৃষ্টিকোণ হতে নিজেকে গোপন করে রাখতে সর্বদা সচেষ্ট থাকত কে?
ক) বিড়াল
খ) সুভাষিণী
গ) সুহাসিনী
ঘ) প্রতাপ
উত্তরঃ খ) সুভাষিণী


৪৪। সুভার চোখগুলো কেমন ছিল?
ক) ছোটো ছোটো
খ) সুদীর্ঘপল্লববিশিষ্ট
গ) নীলমণি বিশিষ্ট
ঘ) খুবই সাধারণ
উত্তরঃ খ) সুদীর্ঘপল্লববিশিষ্ট


৪৫। সুভার পদশব্দ কারা চিনত?
ক) প্রতাপ
খ) বাবা-মা
গ) সর্বশী ও পাঙ্গুলী
ঘ) বিড়াল
উত্তরঃ গ) সর্বশী ও পাঙ্গুলী


পড়তে পারেনঃ

পোস্টটি আপনার কেমন লাগল তা কমেন্টে জানাবেন এবং শিক্ষামূলক কনটেন্ট পেতে আমাদের সাথে থাকবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url