নবম দশম শ্রেণীর রসায়ন ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর
নবম দশম শ্রেণীর রসায়ন ১১ অধ্যায় (খনিজ সম্পদঃ জীবাশ্ম) এর কিছু সৃজনশীল প্রশ্ন ও উত্তর দেওয়া হলোঃ
১.ময়মনসিংহ বোর্ড ২০২১ঃ
(i)C2H4, (ii)CH3COOH,
ক)অ্যালকাইন কাকে বলে?
খ)H-COOH একটি এসিড- ব্যাখ্যা কর?
গ)(i) নং যৌগ কীভাবে শনাক্ত করবে?বিক্রিয়াসহ ব্যাখ্যা কর।
ঘ)উদ্দীপকের (i) নং থেকে (ii) নং যৌগ পাওয়া যাবে কী?বিক্রিয়াসহ বিশ্লেষণ কর।
পড়তে পারেনঃ
(ক)-এর উত্তর:
ত্ৰিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে অ্যালকাইন বলে।
(খ)-এর উত্তর:
H-COOH একটি দুর্বল এসিড। কারণ H-COOH জলীয় দ্রবণে সামান্য পরিমাণে আয়নিত হয়। H-COOH এসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। H-COOH যৌগটি ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। তাই এটি একটি এসিড।
(গ)-এর উত্তর:
উদ্দীপকের (i) নং হলো C2H4 বা ইথিন।
নিচে ইথিনের শনাক্তকরণ বিক্রিয়াসহ ব্যাখ্যা করা হলো :
ইথিন (C2H4) লাল/বাদামি বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে ডাইব্রোমো ইথেন উৎপন্ন করে এবং ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত করে ।
C2H4 + Br2 --------------->BrCH2 - CH2Br
আবার, ইথিন ও ক্ষারীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেটের শীতল লঘু দ্রবণসহ ঝাঁকালে ইথিলিন গ্লাইকল উৎপন্ন হওয়ার মাধ্যমে দ্রবণের
গোলাপি বর্ণ দূর হয়।
CH2 =CH2 + [O]+H2O ------> CH2OH-CH2OH
উপরোক্ত বিক্রিয়া দুটি হলো ইথিনের শনাক্তকরণ বিক্রিয়া।
(ঘ)-এর উত্তরঃ
উদ্দীপকের (ii) নং হলো CH3COOH বা ইথানয়িক এসিড। (i) নং যৌগ ইথিন।ইথিন হতে ইথানয়িক এসিড প্রস্তুতি নিচে সমীকরণসহ বিশ্লেষণ করা হলো:
ইথিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে ইথাইল ব্রোমাইড উৎপন্ন করে। ইথাইল ব্রোমাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়ায় ইথানল উৎপন্ন করে। উৎপন্ন ইথানলকে
শক্তিশালী জারক (K2Cr2O7 ও H2SO4) দ্বারা জারিত করলে প্রথমে ইথান্যাল এবং পরবর্তীতে জৈব এসিড তথা ইথানয়িক এসিডে পরিণত
হয়।
CH2 =CH2 + HBr ————>CH3 - CH2Br
CH3 - CH2Br + NaOH(aq) ————> CH3 - CH2OH+NaBr
CH3 - CH2OH + [O] ————> CH3 - CHO
CH3 - CHO + [O] ————> CH3 - COOH
সুতরাং, ইথিন থেকে ইথানয়িক এসিড প্রস্তুত করা সম্ভব।
২.যশোর বোর্ড ২০২১ঃ
CH3 - COOH + NaOH → 'X' + H2O
(A)
ক)সমগোত্রীয় শ্রেণি কাকে বলে?
খ) মিথেন একটি প্যারাফিন যৌগ- ব্যাখ্যা কর?
গ)উদ্দীপকের 'A' যৌগটির অম্লধর্ম- ব্যাখ্যা কর?ঘ)উদ্দীপকের 'X' যৌগ থেকে উৎপন্ন অ্যালকেনের দহন বিক্রিয়া ব্যাখ্যা কর?
৩.ঢাকা বোর্ড ২০২১ঃ
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ক) মনোমার কাকে বলে?
খ)ভিনেগার এক ধরনের খাদ্য সংরক্ষক- ব্যাখ্যা কর?
গ)দেখাও যে, একই বিক্রিয়ক ব্যবহার করে পরীক্ষাগারে (i)নং ও (ii)নং যৌগকে পৃথক করা যায়?
ঘ) (i) নং ও (iii) নং যৌগের পারস্পরিক রূপান্তর সম্ভব- সমীকরণসহ বিশ্লেষণ কর?
৪ নং সৃজনশীল প্রশ্নঃ
(i)C3H6, (ii)C3H8O (iii)C3H6O2
ক)অ্যারোমেটিক যৌগ কাকে বলে?
খ)নিষ্ক্রিয় গ্যাসীয় মৌলসমূহ রাসায়নিকভাবে কেন নিষ্ক্রিয়?ব্যাখ্যা কর।
গ)উদ্দীপকের কোন যৌগটি অসম্পৃক্ত তা পরীক্ষার মাধ্যমে প্রমাণ কর?
ঘ) (i) নং থেকে (iii) নং যৌগ পাওয়া যাবে কী?বিক্রিয়াসহ বিশ্লেষণ কর।
৫ নং সৃজনশীল প্রশ্নঃ
(i)C2H4O, (ii)CH3CH2OH, (iii)HCHO
ক)গ্যাসহোল কী?
খ)পলিমার বলতে কী বোঝায়?
গ)উদ্দীপকের (i) নং যৌগ হতে কীভাবে পলিমার ও গ্লাইকল তৈরি করবে? ব্যাখ্যা কর?
ঘ)শিল্পক্ষেত্রে উদ্দীপকের (ii) নং ও (iii) নং যৌগের গুরুত্ব আছে কি-না যুক্তিসহ বিশ্লেষণ কর?
খ)পলিমার বলতে কী বোঝায়?
গ)উদ্দীপকের (i) নং যৌগ হতে কীভাবে পলিমার ও গ্লাইকল তৈরি করবে? ব্যাখ্যা কর?
ঘ)শিল্পক্ষেত্রে উদ্দীপকের (ii) নং ও (iii) নং যৌগের গুরুত্ব আছে কি-না যুক্তিসহ বিশ্লেষণ কর?
৬ নং সৃজনশীল প্রশ্নঃ
P,Q,R ও S যথাক্রমে তিন কার্বনবিশিষ্ট অ্যালকাইল হ্যালাইড,অ্যালকেন,অ্যালকিন ও জৈব এসিড।
ক)হাইড্রোকার্বন কাকে বলে?
খ)অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন?
গ)Q ও R যৌগের শনাক্তকরণ সমীকরণসহ ব্যাখ্যা কর?
ঘ)P থেকে S যৌগটি প্রস্তুত সম্ভব কি -না সমীকরণসহ বিশ্লেষণ কর?
খ)অ্যালকেনকে প্যারাফিন বলা হয় কেন?
গ)Q ও R যৌগের শনাক্তকরণ সমীকরণসহ ব্যাখ্যা কর?
ঘ)P থেকে S যৌগটি প্রস্তুত সম্ভব কি -না সমীকরণসহ বিশ্লেষণ কর?
৭ নং সৃজনশীল প্রশ্নঃ
A একটি হাইড্রোকার্বন, যার মধ্যে 14.29% হাইড্রোজেন রয়েছে। যৌগটির আণবিক ভর 28।
ক)লিমিটিং বিক্রিয়ক কাকে বলে?খ)আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন?
গ)A এর আণবিক সংকেত নির্ণয় কর?
ঘ)A থেকে খাদ্য সংরক্ষক প্রস্তুত করা সম্ভব কি-না তা বিশ্লেষণ কর?
৮ নং সৃজনশীল প্রশ্নঃ
A + HBr ------->CH3-CH2-CH2Br
ক)অ্যালকাইন কাকে বলে?
খ)ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন?
গ)A যৌগটি থেকে কীভাবে পলিপ্রোপিন পাওয়া যায়-সমীকরণসহ লিখ?
ঘ)উৎপাদ যৌগটি থেকে প্রোপানয়িক এসিড তৈরি করা সম্ভব -যুক্তিসহ লিখ?
পোস্টটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং শিক্ষামূলক কনটেন্ট পেতে আমাদের সাথে থাকবেন।