সর্বৈব ও অধমর্ণ এর সন্ধি বিচ্ছেদ কি?

সর্বৈব ও অধমর্ণ এর সন্ধি বিচ্ছেদ ব্যাখ্যা সহকারে নিচে তুলে ধরা হলোঃ

১। সর্বৈব এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক)সর্ব + এব
খ)সর্ব + ঐব
গ)সব + এব
ঘ)সব + ঐব
উত্তরঃ ক)সর্ব + এব

ব্যাখ্যাঃ অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়; ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।


অ + এ = ঐ
সর্ব + এব = সর্বৈব

অনুরূপ, জনৈক, সদৈব ইত্যাদি।

২।অধমর্ণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক)অধ + মর্ণ
খ)অধম + ঋণ
গ)অধম + ঈণ
ঘ)অধম + ইর্ণ
উত্তরঃ খ)অধম + ঋণ

ব্যাখ্যাঃ অ-কার কিংবা আ-কারের পর ঋ-কার থাকলে উভয়ে মিলে ‘অর’ হয় এবং তা রেফ রূপে পরবর্তী বর্ণের সাথে লেখা হয়।


অ + ঋ = অর
অধম + ঋণ = অধমর্ণ

অনুরূপ, দেবর্ষি, মহর্ষি ইত্যাদি ।

আরো পড়ুনঃ

সর্বৈব ও অধমর্ণ এর সন্ধি বিচ্ছেদ কি?

পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন ।আরো শিক্ষামূলক কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ঘুরে দেখতে পারেন।পোস্টটি বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url