পদার্থ বিজ্ঞান ১ম অধ্যায় mcq (বহুনির্বাচনি প্রশ্ন)
নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ১ম অধ্যায়(ভৌত রাশি ও পরিমাপ) এর গুরুত্বপূর্ণ কয়েকটি mcq (বহুনির্বাচনি প্রশ্ন) উত্তরসহ নিচে দেওয়া হলোঃ
১.নিউটন কত খ্রিষ্টাব্দে বলবিদ্যার তিনটি সূত্র প্রকাশ করেন?
ক)1643
খ)1564
গ)1543
ঘ)1687
উত্তরঃঘ)1687
২. লর্ড কেলভিন তাপ গতিবিজ্ঞানের কতটি সূত্র প্রদান করেন?
ক)দুইটি
খ)তিনটি
গ)চারটি
ঘ)পাঁচটি
উত্তরঃক)দুইটি
Read:
৩.বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন কে?
ক)ভোল্টা
খ)নিউটন
গ)কুলম্ব
ঘ)কেলভিন
উত্তরঃক)ভোল্টা
৪.কত সালে হিগজ বোজন কণা শনাক্ত করা হয়?
ক)2011
খ)2012
গ)2013
ঘ)2014
উত্তরঃগ)2013
৫.কোন বিজ্ঞানী এক্স-রে আবিষ্কার করেন?
ক)ডিরাক
খ)রন্টজেন
গ)ম্যাক্সপ্ল্যাঙ্ক
ঘ)পিয়ারে
উত্তরঃখ)রন্টজেন
৬.দীপন তীব্রতার এসআই একক কোনটি?
ক)অ্যাম্পিয়ার
খ)ওয়াট
গ)ক্যান্ডেলা
ঘ)হার্জ
উত্তরঃগ)ক্যান্ডেলা
৭.কোনটি মৌলিক রাশি?
ক)বেগ
খ)সময়
গ)ত্বরণ
ঘ)বল
উত্তরঃখ)সময়
৮.পদার্থের পরিমাণের এসআই একক কোনটি?
ক)অ্যাম্পয়ার
খ)মোল
গ)ক্যান্ডেলা
ঘ)ওয়াট
উত্তরঃখ)মোল
আরও পড়ুনঃ
৯.কোনটি লব্ধ রাশি?
ক)তাপমাত্রা
খ)বেগ
গ)সময়
ঘ)ভর
উত্তরঃখ)বেগ
১০.ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে কী বলে?
ক)মাত্রা
খ)প্রতীক
গ)রাশি
ঘ)সংকেত
উত্তরঃগ)রাশি
১১.মৌলিক রাশি কয়টি?
ক)তিনটি
খ)সাতটি
গ)চারটি
ঘ)দশটি
উত্তরঃখ)সাতটি
১২.পঠন-পাঠনের সুবিধার্থে পদার্থবিজ্ঞানকে কয়টি মূল অংশে ভাগ করা হয়েছে?
ক)তিনটি
খ)দুইটি
গ)চারটি
ঘ)পাঁচটি
উত্তরঃখ)দুইটি
১৩.বলবিদ্যা আবিষ্কার করেন কে?
ক)কেপলার
খ)নিউটন
গ)গ্যালিলিও
ঘ)টলেমি
উত্তরঃখ)নিউটন
উত্তরঃখ)নিউটন
১৪.কত সালে ভোল্টা বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন?
ক)1768
খ)1800
গ)1820
ঘ)1832
উত্তরঃখ)1800
ঘ)1832
উত্তরঃখ)1800
১৫.কোন বিজ্ঞানী পরমাণুর ভেতরে ইলেকট্রন আবিষ্কার করেন?
ক)রাদারফোর্ড
খ)ডাল্টন
গ)থমসন
ঘ)ডিরাক
উত্তরঃগ)থমসন
১৬. ভ্রমণের সময় কম্পাস ব্যবহার ও চুম্বক নিয়ে কাজ করেন-
i. শেন কুয়োর
ii. কুলম্ব
iii. ফ্যারাডে
নিচের কোনটি সঠিক?
ক)i
খ)ii
গ) i ও ii
ঘ) i, ii ও iii
উত্তরঃক)i
১৭. নিউটন তাঁর বিস্ময়কর প্রতিভার যারা আবিষ্কার করেন-
i. বলবিদ্যার বিখ্যাত তিনটি সূত্র
ii. আলোর প্রতিসরণের সূত্র
iii. বিশ্বজনীন মহাকর্ষ সূত্র
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (খ) i ও iii
১৮. অরস্টেড এ দেখানো প্রক্রিয়াটির বিপরীত প্রক্রিয়াটি আবিষ্কার করেন-
i. ফ্যারাডে
ii. কুলম্ব
iii. হেনরি
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (খ) i ও iii
১৯. গ্যালিলিও-
i. সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন
ii. মহাকর্ষ সূত্রের আবিষ্কারক
iii. আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির জনক
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (খ) i ও iii
২০.'আলো এক প্রকার তাড়িত চৌম্বক তরঙ্গ' এটি দেখান -
i. মাইকেল ফ্যারাডে
ii. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
iii. 1864 সালে
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii গ) ii ও iii (ঘ) i, ii ও iii
উত্তর: (গ) ii ও iii
পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং শিক্ষামূলক কনটেন্ট পেতে আমাদের সাথে থাকবেন।