SSC পদার্থ বিজ্ঞান ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন

SSC পদার্থ বিজ্ঞান ১১ অধ্যায়(চল বিদ্যুৎ) এর গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীল প্রশ্ন ও গাণিতিক সমস্যা নিচে দেওয়া হলোঃ

১ নং সৃজনশীল প্রশ্নঃ

আমাদের দেশে বিদ্যুৎ সরবরাহ লাইনের বিভব পার্থক্য 220 ভোল্ট।একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টের রোধ 484। বাল্বের গায়ে লেখা আছে 220V-100W।
(ক)1 অ্যাম্পিয়ার কাকে বলে?
(খ)একটি ড্রাইসেলের তড়িচ্চালক শক্তি 1.5V বলতে কী বোঝায়?
(গ)বাল্বটি সরবরাহ লাইনে সংযুক্ত করা হলে তড়িৎ প্রবাহ কত হবে?
(ঘ)বাল্বের গায়ে লেখা 220V-100W এর সত্যতা যাচাই কর?

আরও পড়ুনঃ


১ নং সৃজনশীল প্রশ্নের উত্তরঃ

(ক)-এর উত্তর:

কোনো পরিবাহীর যেকোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1s এ 1C আধান প্রবাহিত হলে তাকে 1 অ্যাম্পিয়ার বলে।


(খ)-এর উত্তর:

একটি ড্রাইসেলের তড়িচ্চালক শক্তি 1.5V বলতে বুঝায় একক আধানকে বর্তনীর কোনো বিন্দু হতে কোষসহ সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ঐ বিন্দুতে আনতে ড্রাইসেলটি 1.5J কাজ সম্পন্ন করে।


(গ) এর উত্তরঃ

এখানে,
বিভব পার্থক্য,V=220V
ক্ষমতা, P=100W
তড়িৎ প্রবাহ, I=?

আমরা জানি,
    P=VI
বা, I=P/V
       =100/220
       =0.45 A



(ঘ) এর উত্তরঃ

রোধের সাথে তুলনা করে বাল্বের গায়ে লেখা  220V-100W এর সত্যতা যাচাই করা যায়।

এখানে,
বিভব পার্থক্য,V=220V
ক্ষমতা, P=100W

আমরা জানি,

     P=V 2/R
বা, R=V 2/P
      =220 2/100
        =484 Ω

দেখা যাচ্ছে যে, হিসাবকৃত রোধ প্রশ্নে উল্লেখিত রোধের সাথে মিলে যায়। সুতরাং, বাল্বের গায়ে 220V-100W লেখাটি সত্য।

SSC পদার্থ বিজ্ঞান ১১ অধ্যায় সৃজনশীল প্রশ্ন


অনুশীলনের জন্য আরও কিছু প্রশ্ন দেওয়া হলোঃ

২ নং সৃজনশীল প্রশ্নঃ

রাফির পড়ার ঘরে যথাক্রমে 200V-60W এর একটি বাল্ব এবং তমার পড়ার ঘরে 200V-20W এর দুইটি এনার্জি সেভিং বাল্ব আছে।তমার ঘরের বাল্ব দুইটি সিরিজ সংযোগ করা।তারা প্রতিদিন 5 ঘন্টা বাল্বগুলো ব্যবহার করে?
ক)তড়িচ্চালক শক্তি কী?
খ)সিস্টেম লস কীভাবে কমানো যায়-ব্যাখ্যা কর?
গ)তমার প্রতিটি বাল্বের রোধ নির্ণয় কর?
ঘ)রাফি ও তমার মধ্যে কে বেশি বিদ্যুৎশক্তি ব্যবহার করে?গাণিতিক যুক্তি দাও।


৩ নং সৃজনশীল প্রশ্নঃ

একটি বৈদ্যুতিক হিটারে ব্যবহৃত নাইক্রোম তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যথাক্রমে 20cm ও 2×10-7-2 ।নাইক্রোমের আপেক্ষিক রোধ 100×10-8 Ωm।নাইক্রোম তারটিকে একই দৈর্ঘ্যের এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট তামার তার দ্বারা প্রতিস্থাপন করা হলো।তামার তারের আপেক্ষিক রোধ 1.7×10-8Ωm।
ক)ও'মের সূত্রটি লিখ?
খ)10 কুলম্ব আধান বলতে কী বুঝ?
গ)ব্যবহৃত তামার তারের রোধ নির্ণয় কর?
ঘ)তামার তার ব্যবহারের যৌক্তিকতা বিশ্লেষণ কর?

৪ নং সৃজনশীল প্রশ্নঃ

রাহিদের বাসায় তিনটি বাতি আছে।বাতি তিনটির গায়ে যথাক্রমে (100W-220V),(60W-220V),(40W-420V) লেখা আছে।
ক)তুল্যরোধ কী?
খ)তড়িৎ বর্তনীতে কেন ফিউজ ব্যবহার করা হয়?
গ)তিনটি বাতি প্রতিদিন 6 ঘন্টা করে জ্বালালে 31 দিনের মাসে কত ইউনিট বিদ্যুৎ খরচ হবে?
ঘ)দ্বিতীয় বাতিটির ফিলামেন্টের রোধ প্রথম বাতিটির ফিলামেন্টের রোধ অপেক্ষা বেশি, গাণিতিক যুক্তিসহ ব্যাখ্যা কর?

চল তড়িৎ এর গাণিতিক সমস্যাবলিঃ

১.একটি বৈদ্যুতিক ইস্ত্রির রোধ 50 Ω।এর উভয় প্রান্তের বিভব পার্থক্য 220V হলে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান নির্ণয় কর?

২. 5Ω,15Ω এবং 25Ω মানের তিনটি রোধ সমান্তরালে সংযুক্ত করলে তুল্যরোধ কত?

৩. 100W এর একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 7 ঘন্টা জ্বালালে 30 দিনের এক মাসে কত ইউনিট বিদ্যুৎ শক্তি খরচ হবে?

৪. 5Ω এর চারটি রোধকে সমান্তরাল সন্নিবেশে সংযুক্ত করা হলো।তুল্যরোধ কত?

৫. একটি বাল্বের গায়ে লেখা আছে 220V-100W।বাল্বটির রোধ কত?




পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং শিক্ষামূলক কনটেন্ট পেতে আমাদের সাথে থাকবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url