নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

নবম দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায়  (পদার্থের অবস্থা ও চাপ) এর কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিচে দেওয়া হলোঃ


১ নং সৃজনশীল প্রশ্নঃ
200g ভরের একটি আয়তাকার বস্তুর ক্ষেত্রফল ও উচ্চতা যথাক্রমে 24c2 ও 3 cm। কেরোসিনে বস্তুর ওজন 1.4 N।উল্লেখ্য যে, কেরোসিনের ঘনত্ব 800kg-3 ।
ক)হুকের সূত্রটি লিখ?
খ)নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজতর কেন?
গ)বস্তুটির উপাদানের ঘনত্ব কত?
ঘ)প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে কি-না,গাণিতিকভাবে বিশ্লেষণ কর?



(ক)-এর উত্তর:
হুকের সূত্রঃ স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক।


(খ)-এর উত্তর:
সমুদ্রের পানি সাধারণত লবণাক্ত। এ লবণাক্ত পানির ঘনত্ব প্রায় 1024 kg-3 , যা নদীর পরিষ্কার পানির ঘনত্ব (প্রায় 1000 kg-3 )
অপেক্ষা বেশি। ফলে সমুদ্রের পানি থেকে প্রযুক্ত প্লবতা নদীর পানির প্লবতা অপেক্ষা বেশি হয়। এ কারণে নদী অপেক্ষা সমুদ্রের পানিতে ভেসে
থাকা সহজ হয়, অর্থাৎ সাঁতার কাটা সহজ হয়।


(গ) এর উত্তরঃ
এখানে, 
বস্তুর ভর, m = 200gm = 0.2 kg
ক্ষেত্রফল, A = 24 c2 
উচ্চতা, h = 3 cm
আয়তন, V = (24 × 3) c3  
              = 72 c3  = 72 × 10 -6  3 

আমরা জানি,
 ঘনত্ব, ρ = ভর/আয়তন =m/V

বা, ρ = 0.2kg/72 × 10 -6 3
..ρ = 2777.78 kg -3

অতএব, বস্তুটির উপাদানের ঘনত্ব 2777.78 kg -3



(ঘ) এর উত্তরঃ
আর্কিমিডিসের সূত্রানুসারে,
বস্তুর হারানো ওজন = বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন

‘গ’ হতে, 
আয়তন, V = 72 × 10 -6 3

এখানে,
কেরোসিনে বস্তুর ওজন, W1 = 1.4 N
কেরোসিনের ঘনত্ব, ρ = 800 kg -3

আমরা জানি,
বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন, W' = Vρg
= (72 × 10 -6 x 800×9.8) N
=0.56N

আবার, বায়ুতে বস্তুর ওজন, W2 = mg
= (0.2 × 9.8) N
= 1.96 N

.•. হারানো ওজন, W" = (W2 - W1)
= (1.96 – 1.4) N = 0.56 N

এখানে, W' = W"

অর্থাৎ, বস্তুর দ্বারা অপসারিত তরলের ওজন = হারানো ওজন।

সুতরাং, প্রদত্ত উপাত্ত আর্কিমিডিসের নীতি মেনে চলে।


২ নং সৃজনশীল প্রশ্নঃ(ঢাকা বোর্ড ২০২২)

একটি বস্তুর ক্ষেত্রফল 300 c2 , উচ্চতা 0.1m এবং বস্তুর ভর 5.5 kg |
(ক) চাপ কাকে বলে?
(খ) বিকৃতির একক নেই কেন?
(গ)উদ্দীপকের বস্তুটির পানিতে ওজন নির্ণয় কর।
(ঘ) উদ্দীপকের বস্তুটির আয়তনের কীরূপ পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত
অবস্থায় ভাসবে? গাণিতিক যুক্তি দাও।


৩ নং সৃজনশীল প্রশ্নঃ
50cm উচ্চতাসম্পন্ন একটি কাচ পাত্র সম্পূর্ণরূপে পারদ দ্বারা পূর্ণ।পারদের ঘনত্ব 13600kg-3 ।
ক)প্যাসকেলের সূত্রটি লিখ?
খ)ভোঁতা আলপিনের পরিবর্তে তীক্ষ্ণ আলপিন দিয়ে কাগজ ছিদ্র করা সহজ কেন?
গ)পাত্রের তলায় চাপের পরিমাণ নির্ণয় কর?
ঘ)পাত্রটি পারদের পরিবর্তে ভিন্ন কোনো তরল দ্বারা পূর্ণ করা হলে,পাত্রের তলায় চাপের কোনো পরিবর্তন হবে কী?ব্যাখা কর?


SSC পদার্থ বিজ্ঞান ৫ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন

৪ নং সৃজনশীল প্রশ্নঃ
আসিফ কমনওয়েলথ গেমসে 7kg ভরের একটি স্বর্ণের ট্রফি জিতেছে। পানিতে ডুবিয়ে দেখা গেল স্বর্ণপদকের ওজন 10% কমেছে। সোনার আসল ঘনত্ব 19300kg-3 ।
ক)বায়ুমন্ডলের চাপ কাকে বলে?
খ)আমরা বায়ুমন্ডলের চাপ অনুভব করি না কেন?
গ)স্বর্ণের উপর প্লবতা বলের মান কত?
ঘ)গাণিতিকভাবে দেখাও যে, স্বর্ণপদকে খাদ মেশানো আছে?


৫ নং সৃজনশীল প্রশ্নঃ
3kg ভরের একটি ইটের দৈর্ঘ্য,প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25cm,13.5cm ও 5cm। পানির ঘনত্ব 1000kg-3 ।
ক)প্লবতা কী?
খ)কোনো বস্তুকে তরলে ডুবালে তা হালকা মনে হয় কেন?
গ)পানিতে ইটটির ওজন নির্ণয় কর?
ঘ)ইটের সমভরবিশিষ্ট একটি বস্তুর পানিতে ওজন শূন্য হলে এর আয়তন কত হবে,গাণিতিকভাবে বিশ্লেষণ কর?


৬ নং সৃজনশীল প্রশ্নঃ
একটি ইটের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 25cm,12cm ও 6cm।ইটটির ভর 2.25kg।পানির ঘনত্ব 1000kg-3
ক)চাপ কাকে বলে?
খ)প্রচন্ড রোদে পুকুরের উপরের ও নিচের পানির ঘনত্বের তারতম্য হয় কেন?
গ)ইটটি ভূপৃষ্ঠে সর্বোচ্চ কত চাপ প্রয়োগ করবে তা নির্ণয় কর?
ঘ)ইটটির সাথে সমআয়তনের এবং 400kg-3  ঘনত্বের একটি কাঠের টুকরো জোড়া লাগিয়ে পানিতে ছেড়ে দিলে এটি পানিতে ভাসবে না ডুবে যাবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর?


৭ নং সৃজনশীল প্রশ্নঃ
একটি হাইড্রোলিক প্রেসের বড় পিস্টন ও ছোট পিস্টনের ব্যাসের অনুপাত 5 : 1 ছোট পিস্টনটি কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে 300N বল অনুভূত হয়।
(ক) পীড়ন কাকে বলে?
(খ) বাতাসে জলীয় বাষ্প বাড়লে চাপ কমে যায় কেন? ব্যাখ্যা কর।
(গ) ছোট পিস্টনে প্রয়োগকৃত বলের পরিমাণ নির্ণয় কর?
(ঘ) উদ্দীপকের তথ্য অনুযায়ী উভয় পিস্টনে কাজের পরিমাণ সমান হবে- বল বৃদ্ধিকরণ নীতির সাহায্যে বিশ্লেষণ কর?


৮ নং সৃজনশীল প্রশ্নঃ
20c2  ক্ষেত্রফল ও 10cm উচ্চতাবিশিষ্ট একটি বস্তুর বাতাসে ও পানিতে ওজন যথাক্রমে 9.8N এবং 7.84N। এখানে g=9.8m/s 2 । 
ক)আর্কিমিডিসের সূত্রটি লিখ?
খ)বরফ পানিতে ভাসে কেন?ব্যাখ্যা কর।
গ)বস্তুর উপাদানের ঘনত্ব নির্ণয় কর?
ঘ)উদ্দীপকটি আর্কিমিডিসের সূত্র মেনে চলে কি না- গাণিতিকভাবে বিশ্লেষণ কর?


পড়তে পারেনঃ

পোস্টটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন এবং পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url