পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায় (বল) সৃজনশীল প্রশ্ন

নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ৩য় অধ্যায়(বল) এর গুরুত্বপূর্ণ কয়েকটি সৃজনশীল প্রশ্ন উত্তরসহ নিচে দেওয়া হলোঃ


১ নং সৃজনশীল প্রশ্নঃ
একটি সরল রেখায় চলমান দুটি গাড়ি A ও B এর ভর যথাক্রমে 200kg এবং 300kg. B গাড়িটি 4 m/s সমবেগে চলতে শুরু করে, ঠিক ও সময়ে পিছনে থাকা A গাড়িটি স্থির অবস্থান হতে 1m/s 2 সমত্বরণে চলে 3s পর B গাড়ির সাথে মিলিত হয়ে 36m/s বেগে চলতে থাকে।
(ক) তাৎক্ষণিক বেগ কাকে বলে?
(খ)40 N বলতে কী বোঝ?
(গ) মিলিত হবার পূর্বমূহূর্তে A গাড়ির বেগ নির্ণয় কর?
(ঘ) উদ্দীপকের ঘটনা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে কি? গাণিতিক বিশ্লেষণ করে মতামত দাও।


(ক)-এর উত্তর:
অতি অল্প ব্যবধানে সময়ের সাথে বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে।


(খ)-এর উত্তর:
40 N বল বলতে বুঝায় যে সেই পরিমাণ যা 1kg ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 40 m/s 2 ত্বরণ সৃষ্টি করতে পারে। অথবা, কোনো বল 40 kg ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1m/s 2 ত্বরণ সৃষ্টি করলেও সেই বলের পরিমাণ হবে 40N ।


(গ)-এর উত্তর:
এখানে,
আদিবেগ, u = 0m/s
ত্বরণ, a = 1m/s 2 
সময়, t = 3 s

আমরা জানি,
v=u+at
= 0 + 1 x 3
= 3m/s

মিলিত হবার পূর্বমূহূর্তে A গাড়ির বেগ 3m/s


(ঘ)-এর উত্তর:
ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে,
mu +m'u' =mv +m'v'

গ হতে পাই,
u = 3m/s

আবার,
m = 200Kg
m' = 300Kg
u'=4m/s
v = 36m/s

মিলিত হবার পূর্বমূহূর্তে ভরবেগ,
mu + m'u'
= ( 200 x 3 + 300 x 4 )
= 1800 kgm/s

মিলিত হবার পর ভরবেগ,
 (m + m') v
= (200 + 300) × 36
= 18000 kgm/s

অর্থাৎ উপযুক্ত ঘটনাটি ভরবেগের সংরক্ষণশীলতার নিয়ম মানে না।


২ নং সৃজনশীল প্রশ্নঃ(দিনাজপুর বোর্ড ২০২২)

12,000 kg ভরের একটি মাল বোঝাই গাড়ি এবং 800 kg ভরের একটি খালি গাড়ি 800 m দূর থেকে যথাক্রমে 12m/s ও 20m/s বেগে পরস্পরের দিকে একই সরলরেখা বরাবর চলছে। চলার কিছুক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হলো।
(ক) নিউটনের গতির ২য় সূত্রটি লেখ।
(খ) বালির উপর দিয়ে হাঁটা অসুবিধা হয় কেন? ব্যাখ্যা কর?
(গ) কতক্ষণ পর তাদের মধ্যে সংঘর্ষ হবে?
(ঘ) গাড়ি দুটির মধ্যে কোনটি বেশি ক্ষতিগ্রস্ত হবে? গাণিতিকভাবে ব্যাখ্যা কর।


৩ নং সৃজনশীল প্রশ্নঃ
2205 N ওজনের একটি গাড়িকে 600N বল দ্বারা একটি ঘর্ষণযুক্ত রাস্তায় টানা হচ্ছে,যেখানে ঘর্ষণ বল 200N।
ক)ভরবেগ কী?
খ)ঘর্ষণ বল কেন উৎপন্ন হয়?
গ)গাড়িটির ত্বরণ নির্ণয় কর?
ঘ)রাস্তায় ঘর্ষণ বলের মান অর্ধেক করা হলে গাড়িটির ত্বরণের কিরূপ পরিবর্তন হবে?গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

Other posts:
পদার্থ বিজ্ঞান ৩য় অধ্যায়(বল) সৃজনশীল প্রশ্ন

৪ নং সৃজনশীল প্রশ্নঃ
একটি রাইফেল থেকে 1km/s বেগে 0.01kg ভরের একটি বুলেট এক টুকরো কাঠে 3cm প্রবেশ করে থেমে যায়।
ক)বল কাকে বলে?
খ)50J কাজ বলতে কী বোঝায়?
গ)রাইফেলের ভর যদি 15kg হয়,তবে এর পশ্চাৎ বেগ নির্ণয় কর?
ঘ)বাধাদানকারী বলের মান নির্ণয় কর?


৫ নং সৃজনশীল প্রশ্নঃ
দুটি বস্তুকে অনুভূমিকভাবে একটি রশি দিয়ে বাঁধা হলো।বস্তু দুটির ভর 10kg ও 20kg।বস্তু দুটিকে 240N বল প্রয়োগে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
ক)স্পর্শ বল কাকে বলে?
খ)হাঁটার সময় আমরা মাটির ভিতর ঢুকে যাইনা কেন?
গ)বস্তু দুটি কত ত্বরণে টেনে নিয়ে যাওয়া হচ্ছে?
ঘ)কোন ভরের উপর বেশি বল প্রয়োগ করলে রশিতে বেশি টান অনুভূত হবে?গাণিতিক বিশ্লেষণ দাও।


৬ নং সৃজনশীল প্রশ্নঃ
রফিক 400g ভরের একটি স্থির ফুটবলের উপর 2s যাবৎ 5N বল প্রয়োগ করে। ফুটবলের অবস্থান থেকে 120m দূরে দাঁড়িয়ে থাকা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে। মাঠের ঘর্ষণ বলের মান 1N।
ক)সাম্য বল কাকে বলে?
খ)বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়-ব্যাখা কর?
গ)বল প্রয়োগের ফলে ফুটবলের ত্বরণ কত হয়েছিল?
ঘ)ফুটবল শাকিলের কাছে পৌঁছাবে কি না-গাণিতিকভাবে বিশ্লেষণ কর?


৭ নং সৃজনশীল প্রশ্নঃ
স্থির অবস্থায় থাকা 5kg ভরের একটি বস্তুর উপর 5N বল 4s ধরে কাজ করছে।তার 4s পরে 10N বল আবার 4s ধরে কাজ করছে।
ক)তরঙ্গ কাকে বলে?
খ)সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো লিখ?
গ)বস্তুটির প্রথম 8s এ অতিক্রান্ত দূরত্ব নির্ণয় কর?
ঘ)উদ্দীপকের তথ্যের আলোকে বেগ-সময় লেখচিত্র এঁকে বস্তুটির গতি বিশ্লেষণ কর?


৮ নং সৃজনশীল প্রশ্নঃ
একটি 5000kg ভরের গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 50 সেকেন্ডে বেগ 10 মিটার/সেকেন্ড হয়। এ ত্বরণে 1km চলার পর
6000kg ভরের একটি স্থির গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর গাড়ি দুটি একত্রে 9 মিটার/সেকেন্ড বেগে চলতে থাকে।
(ক) পড়ন্ত বস্তুর ২য় সূত্রটি লিখ?
(খ) গতিশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না কিন্তু সরণ শূন্য হতে পারে ব্যাখ্যা কর?
(গ) গাড়িটির ত্বরণ নির্ণয় কর?
(ঘ) সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগের পরিবর্তন সমান ও বিপরীত না হওয়ার কারণ বিশ্লেষণ কর?


৯ নং সৃজনশীল প্রশ্নঃ
একজন বাইসাইকেল আরোহী 6ms -2  ত্বরণে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করল। 5s পর সে ত্বরণ বন্ধ করে দিল। এর 10s পর 150m দূরে একটি স্পিড ব্রেকার দেখে 3ms -2 মন্দনে ব্রেক করল।
(ক) পিছলানো ঘর্ষণ কাকে বলে?
(খ) “গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে”—ব্যাখ্যা কর?
(গ) ব্রেক প্রয়োগ করার পূর্বে সাইকেল আরোহী কত দূরত্ব অতিক্রম করবে? নির্ণয় কর?
(ঘ) উদ্দীপকের আলোকে বাইসাইকেলের গতির উপর ঘর্ষণের প্রভাব বিশ্লেষণ কর?

পোস্টটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url