SSC রসায়ন ৩য় অধ্যায় mcq বহুনির্বাচনী প্রশ্ন(ssc chemistry chapter 3 mcq)

SSC রসায়ন ৩য় অধ্যায় গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্ন (mcq) দেওয়া হলোঃ

১.হাইড্রোজেনের আইসোটোপ কয়টি?
ক)7
খ)3
গ)4
ঘ)8
উত্তর:ক)7

২.একটি H পরমাণুর প্রকৃত ভর কত?
ক)9.11×10 24 g
খ)1.67×10-24 g
গ)1.66×10-24 g
ঘ)9.11×
10 28 g
উত্তর:খ)1.67×10-24 g


SSC রসায়ন ৩য় অধ্যায় mcq বহুনির্বাচনী প্রশ্ন(ssc chemistry chapter 3 mcq)


৪.পানিতে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত?
ক)1:1
খ)2:3
গ)1:2
ঘ)2:1
উত্তর:ঘ)2:1

৫.কয়টি পরমাণু যুক্ত হয়ে ওজোন অণু গঠিত হয়?
ক)২টি
খ)৩টি
গ)৫টি
ঘ)৪টি
উত্তর:খ)৩টি




৬.প্রোটনের আপেক্ষিক আধান কত?
ক) +2
খ)+1
গ)-1
ঘ)0
উত্তর:খ)+1

৭.চার্জহীন কণিকা কোনটি?
ক)নিউট্রন
খ)প্রোটন
গ)ইলেকট্রন
ঘ)সবগুলো
উত্তর:ক)নিউট্রন

৮.পরমাণুর কোন শেলে সবোর্চ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে?
ক)M
খ)N
গ)O
ঘ)L
উত্তর:ক)M

৯.কোন মৌলে নিউট্রন নেই?
ক)লিথিয়াম
খ)হাইড্রোজেন
গ)হিলিয়াম
ঘ)বোরন
উত্তর:খ)হাইড্রোজেন

১০.ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কোনটি?
ক)2,8
খ) 2,8,1
গ)2,8,2
ঘ)2,8,7
উত্তর:ঘ)2,8,7


আরও পড়ুনঃ


১১.রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় কোন আইসোটোপ ব্যবহার করা হয়?
ক)60Co
খ)32P
গ)99Tc
ঘ)131I
উত্তর:খ)32P

১২.কার্বন-12  আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের ভর কত?
ক)1.66×10 
28 g
খ)1.66×10-24 g
গ)1.66×10 -28 g
ঘ)1.66×10
24 g
উত্তর:খ)1.66×10-24 g

১৩.ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত?
ক)17.5
খ)35.5
গ)25.5
ঘ)71
উত্তর:খ)35.5

১৪.ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম কার আইসোটোপ?
ক)কার্বন
খ)বোরন
গ)হাইড্রোজেন
ঘ)অক্সিজেন
উত্তর:গ)হাইড্রোজেন

১৫.কত খ্রীষ্টাব্দে বিজ্ঞানী নীলস্ বোর পরমাণুর মডেল প্রদান করেন?
ক)1911
খ)1912
গ)1913
ঘ)1918
উত্তর:গ)1913

১৬.অক্সিজেনের আপেক্ষিক আণবিক ভর কত?
ক)8
খ)32
গ)64
ঘ)16
উত্তরঃখ)32

১৭.পানির আণবিক ভর কত?
ক)12
খ)14
গ)16
ঘ)18
উত্তরঃঘ)18

১৮.হিলিয়ামের ভরসংখ্যা কত?
ক)1
খ)2
গ)3
ঘ)4
উত্তরঃঘ)4

১৯.প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি?
ক)26
খ)98
গ)63
ঘ)118
উত্তরঃখ)98

২০.মানব শরীরে মোট কতটি ভিন্ন ভিন্ন ধরনের মৌল আছে?
ক)26
খ)20
গ)98
ঘ)118
উত্তরঃক)26


পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং শিক্ষামূলক কনটেন্ট পেতে আমাদের সাথে থাকবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url