SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় mcq

SSC (নবম দশম শ্রেণির) জীববিজ্ঞান ২য় অধ্যায় (জীবকোষ ও টিস্যু) এর কয়েকটি  গুরুত্বপূর্ণ mcq (বহুনির্বাচনী প্রশ্ন) উত্তরসহ  দেওয়া হলোঃ

১। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কয় প্রকার?
ক)তিন প্রকার
খ)পাঁচ প্রকার
গ)চার প্রকার
ঘ)দুই প্রকার
উত্তরঃ ঘ)দুই প্রকার

২। আদি প্রকৃতির কোষে কোনটি থাকে?
ক)রাইবোজোম
খ)মাইটোকন্ড্রিয়া
গ)প্লাস্টিড
ঘ)লাইসোজোম
উত্তরঃক)রাইবোজোম

৩। ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?
ক)প্রোটিন
খ)লিপিড
গ)কাইটিন
ঘ)লিগনিন
উত্তরঃগ)কাইটিন

সম্পর্কিত পোস্টগুলো:
SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় mcq


৪। কোষ ঝিল্লি কী দিয়ে গঠিত?
ক)লিপিড
খ)সেলুলোজ
গ)প্রোটিন
ঘ)লিপিড ও প্রোটিন
উত্তরঃ
ঘ)লিপিড ও প্রোটিন

৫। বেনডা কত সালে মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন?
ক)১৯৯৮
খ)১৭৯৮
গ)১৬৯৮
ঘ)১৮৯৮
উত্তরঃঘ)১৮৯৮

৬। প্লাস্টিড কত প্রকার?
ক)৪
খ)৩
গ)২
ঘ)১
উত্তরঃখ)৩

৭। রাইবোজোমের প্রধান কাজ কী?
ক)হরমোন তৈরী
খ)শর্করা তৈরী
গ)প্রোটিন সংশ্লেষণ
ঘ)লিপিড সংশ্লেষণ
উত্তরঃগ)প্রোটিন সংশ্লেষণ

৮। স্ক্লেরাইডের অপর নাম কী?
ক)সার্ফেস ফাইবার
খ)বাস্ট ফাইবার
গ)স্টোন সেল
ঘ)জাইলেম তন্তু
উত্তরঃগ)স্টোন সেল

৯। জটিল টিস্যু কয় প্রকার?
ক)১
খ)২
গ)৩
ঘ)৪
উত্তরঃখ)২

১০। প্রাণি টিস্যু কয় প্রকার?
ক)৩
খ)২
গ)৫
ঘ)৪
উত্তরঃঘ)৪

পড়তে পারেনঃ

১১। রক্তরসে শতকরা কত অংশ পানি থাকে?
ক)৯১-৯২%
খ)৮-৯%
গ)৮৫-৮৬%
ঘ)৯৪-৯৫%
উত্তরঃক)৯১-৯২%

১২। মানবদেহে কয় ধরনের রক্তকণিকা রয়েছে?
ক)১ ধরনের
খ)২ ধরনের
গ)৩ ধরনের
ঘ)৪ ধরনের
উত্তরঃগ)৩ ধরনের

১৩। একটি আদর্শ নিউরনের কয়টি অংশ?
ক)৪টি
খ)৩টি
গ)২টি
ঘ)৫টি
উত্তরঃখ)৩টি

১৪। স্নায়ু টিস্যুর গঠনগত একক কোনটি?
ক)প্লেটলেট
খ)নিউরন
গ)লোহিত কণিকা
ঘ)লিউকোসাইট
উত্তরঃখ)নিউরন

১৫। আলোক অণুবীক্ষণ যন্ত্র কয় ধরনের?
ক)১
খ)২
গ)৩
ঘ)৪
উত্তরঃখ)২

১৬। প্লাস্টিডের কোথায় সূর্যালোক আবদ্ধ হয়?
ক)গ্রানা
খ)স্ট্রোমা
গ)ম্যাট্রিক্স
ঘ)ঝিল্লি
উত্তরঃক)গ্রানা

১৭। স্কোয়ামাস আবরণী টিস্যুর কাজ কী?
(ক) রক্ষণ
(খ) ছাঁকন
(গ) শোষণ
(ঘ) ক্ষরণ
উত্তর: (খ) ছাঁকন

১৮। কোন টিস্যুর কোষগুলোর দৈর্ঘ্য, গ্রন্থ ও উচ্চতা প্রায় সমান?
(ক) কিউবয়ডাল আবরণী টিস্যু 
(খ) স্কোয়ামাস আবরণী টিস্যু
(গ) স্নায়ু টিস্যু
(ঘ) কলামনার আবরণী টিস্যু
উত্তর: (ক) কিউবয়ডাল আবরণী টিস্যু

১৯। বৃত্তের সংগ্রাহী নালী কী ধরনের এপিথেলিয়াল টিস্যুর উদাহরণ?
(ক) কিউবয়ডাল আবরণী টিস্যু
(খ) স্ট্রাটিফাইড আবরণী টিস্যু
(গ) স্কোয়ামাস আবরণী টিস্যু
(ঘ) সিউডো স্ট্রার্টিফাইড আবরণী টিস্যু
উত্তর: (ক) কিউবয়ডাল আবরণী টিস্যু




২০। বৃদ্ধের বোম্যান্স ক্যাপসুলে কোন ধরনের আবরণী টিস্যু দেখা যায়?
(ক) সাধারণ
(খ) স্ট্র্যাটিফাইড
(গ) সিলিয়াযুক্ত
(ঘ)সিউডো-স্ট্র্যাটিফাইড
উত্তর: (ক) সাধারণ

২১। প্রাণীদের অস্ত্রের অন্তঃপ্রাচীরের কোষগুলোতে কোন ধরনের টিস্যু দেখা যায়?
(ক) কিউবয়ডাল আবরণী টিস্যু
(খ) স্ট্রার্টিফাইড আবরণী টিস্যু
(গ) কলামনার আবরণী টিস্যু
(ঘ) স্কোয়ামাস আবরণী টিস্যু
উত্তর: (গ) কলামনার আবরণী টিস্যু

২২। ট্রানজিশনাল আবরণী টিস্যু কোথায় পাওয়া যায়?
(ক) বৃক্কের বোম্যান্স ক্যাপসুল
(খ) অন্ত্রের অন্ত প্রাচীর
(গ) মেরুদণ্ডী প্রাণীর ত্বক
(ঘ) বৃক্কের সংগ্রাহক নালী
উত্তর: (গ) মেরুদণ্ডী প্রাণীর ত্বক

২৩। মেরুদণ্ডী প্রাণীদের ত্বকে কোন টিস্যু থাকে?
(ক) সাধারণ আবরণী টিস্যু 
(খ) কলামনার আবরণী টিস্যু
(গ) স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু
(ঘ) সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু
উত্তর: (গ) স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু

২৪। কোনটি জাইলেম কোষ নয়?
(ক) জাইলেম প্যারেনকাইমা
(ঘ) ভেসেল
(গ) উড ফাইবার
(ঘ) সীভকোষ
উত্তর: (ঘ) সীভকোষ

২৫। কোনটি জটিল টিস্যুর অংশ?
(ক) ক্লোৱেনকাইমা
(খ) সঙ্গীকোষ
(গ) অ্যারেনকাইমা
(ঘ) প্রতিপাদ কোষ
উত্তর: (খ) সঙ্গীকোষ

২৬। নিচের কোনটি জটিল টিস্যুর অন্তর্গত?
(ক) প্যারেনকাইমা
(খ) অ্যারেনকাইমা
(গ) ভেসেল
(ঘ) কোলেনকাইমা
উত্তর: (গ) ভেসেল

২৭। ভাস্কুলার বান্ডলের অংশ কোনটি?
(ক) ক্যালাস
(খ) সিনারজিড
(গ) মেসোফিল
(ঘ) ভেসেল
উত্তর: (ঘ) ডেসেল

২৮। কোন কোষগুলো খাটো চোঙের ন্যায়?
(ক) ট্রাকিড
(খ) জাইলেম প্যারেনকাইমা
(গ) ভেসেল
(ঘ) জাইলেম ফাইবার
উত্তর: (গ) ভেসেল

২৯। নিচের কোনটিতে পার্শ্বপ্রাচীর অনুপস্থিত?
(ক) সিভনল
(খ) স্ক্লেরাইড
(গ) ভেসেল
(ঘ) প্যারেনকাইমা
উত্তর: (ক) সিভনল

৩০। ফার্ণ ও ব্যক্তবীজী উদ্ভিদে নিচের কোনটি অনুপস্থিত?
(ক) সঙ্গীকোষ
(খ) ট্রাকিড
(খ) সিভনল
(ঘ) ট্রাকিয়া
উত্তর: (ক) সঙ্গীকোষ


জীববিজ্ঞান বইয়ের ২য় অধ্যায়টি(জীবকোষ ও টিস্যু) খুবই গুরুত্বপূর্ণ।এই অধ্যায় থেকে প্রতিবছর কয়েকটি mcq আসে। তাই তোমরা এই অধ্যায়টি ভালোভাবে পড়বে।পোস্টটি বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url