SSC রসায়ন ১১ অধ্যায় mcq (বহুনির্বাচনী প্রশ্ন) | SSC chemistry chapter 11 mcq

SSC রসায়ন ১১ অধ্যায় (খনিজ সম্পদ ও জীবাশ্ম) এর গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্ন (mcq) উত্তরসহ দেওয়া হলোঃ

১.পেট্রেলিয়ামের মূল উপাদান কোনটি?
ক)হাইড্রোজেন
খ)হাইড্রোকার্বন
গ)কার্বন
ঘ)কার্বোহাইড্রেড
উত্তরঃখ)হাইড্রোকার্বন

২.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
ক)ইথেন
খ)বিউটেন
গ)মিথেন
ঘ)প্রোপেন
উত্তরঃগ)মিথেন

পড়তে পারেনঃ

SSC রসায়ন ১১ অধ্যায় mcq(বহুনির্বাচনী প্রশ্ন) | SSC chemistry chapter 11 mcq


৪.প্যারফিন অর্থ কি?
ক)আসক্তি সম্পন্ন
খ)আসক্তিহীন
গ)নিষ্ক্রিয়
ঘ)সাশ্রয়ী
উত্তরঃখ)আসক্তিহীন

৫.রাস্তা তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
ক)বিটুমিন
খ)ন্যাপথা
গ)প্যারাফিন
ঘ)পেট্রোল
উত্তরঃক)বিটুমিন


৬.অ্যারোমা কোন ভাষার শব্দ?
ক)ইংরেজি
খ)গ্রিক
গ)আরবি
ঘ)রোমান
উত্তরঃখ)গ্রিক

৭.লেবুর রসে কোনটি থাকে?
ক)সাইট্রিক এসিড
খ)ল্যাকটিক এসিড
গ)টারটারিক এসিড
ঘ)পমিটিক এসিড
উত্তরঃক)সাইট্রিক এসিড

৮.উৎসের ভিত্তিতে পলিমার কত প্রকার?
ক)২
খ)৪
গ)৫
ঘ)৭
উত্তরঃক)২

৯.অ্যারোমেটিক শব্দের অর্থ কী?
ক)চর্বি
খ)সুগন্ধ
গ)চাক্রিক
ঘ)দুর্গন্ধ
উত্তরঃখ)সুগন্ধ

১০.অসম্পৃক্ত হাইড্রোকার্বনকে কত ভাগে ভাগ করা যায়?
ক)২ ভাগে
খ)৩ ভাগে
গ)৪ ভাগে
ঘ)৬ ভাগে
উত্তরঃ ক)২ ভাগে

আরও পড়ুনঃ

১১.পলিমারকরণ বিক্রিয়ায় ব্যবহৃত ক্ষুদ্র অণুকে কী বলে?
ক)মনোমার
খ)ডাইমার
গ)পলিমার
ঘ)ট্রাইমার
উত্তরঃক)মনোমার

১২.কয়লার মূল উপাদান কী?
ক)কার্বন
খ)হাইড্রোজেন
গ)অক্সিজেন
ঘ)সালফার
উত্তরঃক)কার্বন

১৩.ডেরলিন পলিমার প্রস্তুত করা হয় কোনটি থেকে?
ক)মিথান্যাল
খ)ইথানল
গ)ইথান্যাল
ঘ)ইথিন
উত্তরঃক)মিথান্যাল

১৪.পলিথিন এর মনোমার কোনটি?
ক)ইথিন
খ)প্রোপিন
গ)ইথাইল
ঘ)প্রোপেন
উত্তরঃক)ইথিন

১৫.প্রোটিনের মনোমার কোনটি?
ক)পেপটাইড
খ)অ্যামিন
গ)অ্যামাইড
ঘ)অ্যামাইনো এসিড
উত্তরঃঘ)অ্যামাইনো এসিড


১৬. সরাসরি গাছ থেকে পাওয়া যায় কোন পলিমার?
ক)রাবার
খ) পলিথিন
গ) পলি প্রোপিন
ঘ) প্লাস্টিক
উত্তরঃক)রাবার

১৭. সূর্যের আলো ও ব্যাক্টেরিয়া দ্বারা বিযোজিত হয় যে পলিমার তাকে কী বলে?
ক) বায়োপলিমার
খ) কৃত্রিম পলিমার
গ) প্রাকৃতিক পলিমার
ঘ) পলিপলিমার
উত্তরঃক) বায়োপলিমার

১৮. বায়োপলিমারসমূহ জীবাণু দ্বারা বিযোজিত হতে কত বছর সময় নেয়?
ক) 10 থেকে 20 বছর
খ)20 থেকে 30 বছর
গ) 20 থেকে 40 বছর
ঘ) 30 থেকে 40 বছর
উত্তরঃখ)20 থেকে 30 বছর

১৯. প্লাস্টিক পলিমার তৈরিতে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদনে শতকরা কত ভাগ জীবাশ্ম জ্বালানি খরচ হচ্ছে?
ক)4%
খ)3%
গ)5%
ঘ)6%
উত্তরঃক)4%

২০.পানির পাইপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?
ক)PVC
খ)নাইলন
গ) টেফলন
ঘ)পলিথিন
উত্তরঃক)PVC

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url