SSC জীববিজ্ঞান ২য় অধ্যায় সৃজনশীল প্রশ্ন
SSC (নবম দশম শ্রেণির) জীববিজ্ঞান ২য় অধ্যায় (জীবকোষ ও টিস্যু) এর কয়েকটি সৃজনশীল প্রশ্ন নিচে দেওয়া হলোঃ
১. বরিশাল ও ময়মনসিংহ বোর্ড ২০২২ঃ
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কোষের দুটি বিশেষ অঙ্গাণুর কথা বললেন। যার প্রথমটি খাদ্য তৈরি করলেও অপর অঙ্গাণুটি শক্তি উৎপাদনে সম্পৃক্ত।
(ক) ক্লোরেনকাইমা কী?
(খ) ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজোম হিসেবে দেখা যায়?
(গ) শিক্ষকের বর্ণিত প্রথম অঙ্গাণুটির সচিত্র বর্ণনা কর?
(ঘ)উদ্দীপকের অপর অঙ্গাণুটি জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-যুক্তিসহ আলোচনা কর।
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কোষের দুটি বিশেষ অঙ্গাণুর কথা বললেন। যার প্রথমটি খাদ্য তৈরি করলেও অপর অঙ্গাণুটি শক্তি উৎপাদনে সম্পৃক্ত।
(ক) ক্লোরেনকাইমা কী?
(খ) ক্রোমাটিন জালিকাকে কখন ক্রোমোজোম হিসেবে দেখা যায়?
(গ) শিক্ষকের বর্ণিত প্রথম অঙ্গাণুটির সচিত্র বর্ণনা কর?
(ঘ)উদ্দীপকের অপর অঙ্গাণুটি জীবের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-যুক্তিসহ আলোচনা কর।
পড়তে পারেনঃ
নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান ১ম অধ্যায় সৃজনশীল প্রশ্ন ও উত্তর২.দিনাজপুর বোর্ড ২০২২ঃ
রবির দেহের এক ধরনের টিস্যু ধমনি, শিরা ও কৈশিক জালিকার মাধ্যমে প্রবাহিত হয়ে অভ্যন্তরীণ পরিবহন ও তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। অপর দিকে সেন্ট্রিওলবিহীন অবিভাজিত টিস্যুও তার দেহে বিদ্যমান।
(ক) অ্যারেনকাইমা কী?
(খ) মানবদেহের জন্য আবরণী টিস্যু গুরুত্বপূর্ণ কেন?
(গ) রবির দেহে বিদ্যমান দ্বিতীয় টিস্যুটির গঠন বৈশিষ্ট্য ব্যাখ্যা কর?
(ঘ) রবির দেহের প্রথম টিস্যুটি তার শারীরবৃত্তীয় কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ— বিশ্লেষণ কর।
৩. কুমিল্লা বোর্ড ২০২২ঃ
উদ্ভিদ কোষের এমন একটি অঙ্গাণু যা খাদ্য উৎপাদন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ
করে এবং অপর একটি ভঙ্গালুকে গাওয়ার হাউজ বলা হয়।
(ক) প্রোটোপ্লাজম কাকে বলে?
(খ) কচুরীপানা পানিতে ভেসে থাকার কারণ ব্যাখ্যা কর?
(গ) উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় অঙ্গাণুটির সচিত্র গঠন ব্যাখ্যা কর?
(ঘ) উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় অঙ্গাণুর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ কর?
৪. চট্টগ্রাম বোর্ড ২০২২ঃ
জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক কোষের বিভিন্ন অঙ্গাণু ব্যাখ্যায় একটি অঙ্গাণুর কথা বললেন, যা বিজ্ঞানী বেনডা কর্তৃক আবিষ্কৃত। অপর একটি অঙ্গাণুর কথা বললেন যার প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা।
(ক) অ্যারেনকাইমা কাকে বলে?
(খ) অন্তঃক্ষরা গ্রন্থি বলতে কী বোঝায়?
(গ) উদ্দীপকে উল্লিখিত প্রথম অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা কর?
(ঘ) উদ্ভিদের ক্ষেত্রে দ্বিতীয় অঙ্গাণুটির গুরুত্ব বিশ্লেষণ কর?
৫.ময়মনসিংহ বোর্ড ২০২১ঃ
উদ্ভিদ কোষীয় একটি অঙ্গাণু সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে নিজ দেহে সঞ্চয় করে রাখে। অপর একটি অঙ্গাণু এই সঞ্চিত শক্তিকে গতিশক্তিতে রূপান্তরিত করে সকল জৈবিক কাজে সহায়তা করে।
ক. অ্যারেনকাইমা কাকে বলে?
খ. উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান পার্থক্য ব্যাখ্যা কর?
গ. উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন সচিত্র বর্ণনা কর।
ঘ. উদ্ভিদকোষে উক্ত অঙ্গাণু দুটির অনুপস্থিতি পরিবেশে বিপর্যয় ঘটাতে পারে? তোমার মতামত বিশ্লেষণ কর।
৬ নং সৃজনশীল প্রশ্নঃ
মি. শামসুর একজন বিজ্ঞানের শিক্ষক। তিনি জীববিজ্ঞান ক্লাসে বললেন উদ্ভিদের শরীরে বিভিন্ন ধরনের টিস্যু থাকে।তাদের মধ্যে কিছু কাণ্ড, শাখা ও পাতা গঠন করে। কিছু পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। আমরা এসব টিস্যু হতে কাঠ ও তন্তু পেয়ে থাকি।
(ক) আদিকোষ কাকে বলে?
(খ) কীভাবে কোষ জীবাণুর আক্রমণ হতে রক্ষা পায়?
(গ) শিক্ষকের বলা ১ম টিস্যুটির বর্ণনা দাও।
(ঘ) ২য় প্রকারের টিস্যুটিকে কেন জটিল টিস্যু বলা হয়?ব্যাখ্যা কর।
মি. শামসুর একজন বিজ্ঞানের শিক্ষক। তিনি জীববিজ্ঞান ক্লাসে বললেন উদ্ভিদের শরীরে বিভিন্ন ধরনের টিস্যু থাকে।তাদের মধ্যে কিছু কাণ্ড, শাখা ও পাতা গঠন করে। কিছু পানি, খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে। আমরা এসব টিস্যু হতে কাঠ ও তন্তু পেয়ে থাকি।
(ক) আদিকোষ কাকে বলে?
(খ) কীভাবে কোষ জীবাণুর আক্রমণ হতে রক্ষা পায়?
(গ) শিক্ষকের বলা ১ম টিস্যুটির বর্ণনা দাও।
(ঘ) ২য় প্রকারের টিস্যুটিকে কেন জটিল টিস্যু বলা হয়?ব্যাখ্যা কর।
আরও পড়ুনঃএসএসসি জীববিজ্ঞান ১ম অধ্যায় mcq
পোস্টটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।