এসএসসি জীববিজ্ঞান ১ম অধ্যায় (জীবন পাঠ) mcq

এসএসসি জীববিজ্ঞান ১ম অধ্যায় (জীবন পাঠএর গুরুত্বপূর্ণ কয়েকটি mcq উত্তরসহ  দেওয়া হলোঃ

এসএসসি জীববিজ্ঞান ১ম অধ্যায় mcq












২.প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি?
ক)কৃষিবিজ্ঞান
খ)জীববিজ্ঞান
গ)বনবিজ্ঞান
ঘ)সমুদ্রবিজ্ঞান
উত্তরঃখ)জীববিজ্ঞান

৩.বিবর্তনবিদ্যা জীববিজ্ঞানের কী ধরণের শাখা?
ক)ভৌত শাখা
খ)ফলিত শাখা
গ)বিশেষ শাখা
ঘ)প্রাচীন শাখা
উত্তরঃক)ভৌত শাখা

৪.নিচের কোনটি ভোত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়?
ক)কীটতত্ত্ব
খ)জীবপ্রযুক্তি
গ)ট্যাক্সোনমি
ঘ)জিন প্রযুক্তি
উত্তরঃগ)ট্যাক্সোনমি

৫.শ্বসন সম্পর্কে জীববিজ্ঞানের কোন শাখায় আলোচনা করা হয়?
ক)শারীরবিদ্যা
খ)হিস্টোলজি
গ)কোষবিদ্যা
ঘ)জীবপ্রযুক্তি
উত্তরঃক)শারীরবিদ্যা


৬.সুপারকিংডম-১ এর রাজ্য কোনটি?
ক)মনেরা
খ)ফানজাই
গ)প্রোটিস্টা
ঘ)প্লানটি
উত্তরঃক)মনেরা

৭.কোনটি সুপার কিংডম?
ক)মনেরা
খ)প্রোক্যারিওটা
গ)প্লানটি
ঘ)প্রোটিস্টা
উত্তরঃখ)প্রোক্যারিওটা

৮.নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
ক)প্রোটিস্টা
খ)মনেরা
গ)প্লানটি
ঘ)ফানজাই
উত্তরঃখ)মনেরা

৯.প্যারামেসিয়াম কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
ক)মনেরা
খ)ফানজাই
গ)প্লান্টি
ঘ)প্রোটিস্টা
উত্তরঃঘ)প্রোটিস্টা

১০.নিচের কোনটিতে হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশ বৃদ্ধি করে?
ক)অ্যাামিবা
খ)প্যারামেসিয়াম
গ)ডায়াটম
ঘ)মাশরুম
উত্তরঃঘ)মাশরুম

১১.কাইটিন দিয়ে তৈরি কোষপ্রাচীর কোনটির?
ক)অ্যামিবা
খ)পেনিসিলিয়াম
গ)ডায়াটম
ঘ)প্যারামেসিয়াম
উত্তরঃখ)পেনিসিলিয়াম

১২.দ্বিপদ নামকরণ করা হয় কোন ভাষায়?
ক)গ্রিক
খ)ল্যাটিন
গ)জার্মানি
ঘ)ফরাসি
উত্তরঃখ)ল্যাটিন

১৩.বৈজ্ঞানিক নামের প্রথম অংশটি কিসের?
ক)গোত্র
খ)প্রজাতি
গ)বর্গ
ঘ)গণ
উত্তরঃঘ)গণ

১৪.জীবের বৈজ্ঞানিক নামে কয়টি পদ থাকে?
ক)২টি
খ)৩টি
গ)৭টি
ঘ)১টি
উত্তরঃক)২টি

১৫.দেহে জটিল টিসুতন্ত্র থাকে কোন রাজ্যে?
ক)মনেরা
খ)ফানজাই
গ)প্লান্টি
ঘ)প্রোটিস্টা
উত্তরঃগ)প্লান্টি

১৬. সুতার ন্যায় মাইসেলিয়াম কোথায় পাওয়া যায়?
(ক) অ্যামিবা, ব্যাকটেরিয়া
(খ) ব্যাকটেরিয়া, ইস্ট
(গ) নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া
(ঘ) মাশরুম,ইস্ট
উত্তরঃ(ঘ) মাশরুম, ঈস্ট

১৭. নিচের কোনটি স্পোরের সাহায্যে বংশবৃদ্ধি করে?
(ক) ডায়াটম
(খ) নস্টক
(গ) ঈস্ট
(ঘ) ব্যাকটেরিয়া
উত্তর: (গ)ঈস্ট

১৮. কোন রাজ্যের জীবদেহে মাইসেলিয়াম দেখা যায়?
(ক) প্রোটিস্টা
(খ) ফানজাই
(গ) প্লান্টি
(ঘ) অ্যানিমেলিয়া
উত্তর: (খ) ফানজাই

১৯. Penicillium নিম্নের কোন রাজ্যের অন্তর্ভুক্ত?
(ক) ফানজাই
(খ) মনেরা
(গ) প্লানটি
(ঘ) প্রোটিস্টা
উত্তর: (ক) ফানজাই

২০. কোনটির কোষপ্রাচীর কাইটিন দিয়ে গঠিত?
(ক) ঈস্ট
(খ) ব্যাকটেরিয়া
(গ) ডায়াটম
(ঘ) প্যারামেসিয়াম
উত্তর: (ক) ঈস্ট

পড়তে পারেনঃ


এস এস সি জীববিজ্ঞান ১ম অধ্যায় mcq-পোস্টটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং শিক্ষামূলক কনটেন্ট পেতে আমাদের সাথে থাকবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url