পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায়:গতি mcq || ssc physics chapter 2 mcq

SSC পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় :গতি এর  গুরুত্বপূর্ণ কয়েকটি  mcq (বহুনির্বাচনি প্রশ্ন )  উত্তরসহ দেওয়া হলোঃ

১.কোনটি স্কেলার রাশি?
ক)বেগ
খ)ত্বরণ
ঘ)সরণ
গ)সময়
উত্তরঃগ)সময়


Also read:


২.300km/6h=কত?
ক)50m/s
খ)25
m/s
গ)13.9m/s
ঘ)12.8m/s
উত্তরঃ
গ)13.9
m/s

৩.ওজনের মাত্রা কোনটি?
ক)MLT -2
খ)
ML2T
গ)MLT2
ঘ)MLT -1
উত্তরঃক)MLT -2

৪.নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় শেষবেগ কত?
ক)98m/s
খ)9.8
m/s
গ)-98m/s
ঘ)0m/s
উত্তরঃ
ঘ)0m/s

৫.কোন অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি?
ক)মেরু
খ)ক্রান্তীয়
গ)বিষুব
ঘ)সবগুলো
উত্তরঃ 
ক)মেরু


পদার্থ বিজ্ঞান ২য় অধ্যায় গতি mcq || ssc physics chapter 2 mcq

৬.বৈদ্যুতিক পাখার গতি কোন গতির উদাহরণ?
ক)চলন গতি
খ)ঘূর্ণন 
গতি
গ)স্পন্দন গতি
ঘ)রৈখিক গতি
উত্তরঃ 
খ)ঘূর্ণন গতি


৭.সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কী বলে?
ক)দ্রুতি
খ)বেগ
গ)সরণ
ঘ)দূরত্ব
উত্তরঃ 
ক)দ্রুতি


৮.নির্দিষ্ট দিকে বস্তুর দ্রুতিকে কি বলে?
ক)সরণ
খ)বেগ
গ)দূরত্ব
ঘ)মন্দন
উত্তরঃ 
খ)বেগ


৯.পড়ন্ত বস্তুর সূত্রাবলি কে আবিষ্কার করেন?
ক)নিউটন
খ)গ্যালিলিও
গ)আইনস্টাইন
ঘ)রাদারফোর্ড
উত্তরঃ 
খ)গ্যালিলিও


১০.কোনো বস্তুকে g এর অর্ধেকের সমান আদিবেগে খাড়া উপরের দিকে ছুঁড়ে দিলে এটি কতক্ষণ পরে ভূপৃষ্ঠে পতিত হবে?
ক)1s
খ)2s
গ)3s
ঘ)4s
উত্তরঃ 
ক)1s



১১.স্থির অবস্থান থেকে একটি বাস 10m/s 2  সুষম ত্বরণে চলার সময় 125m দূরত্বে অবস্থিত একটি গাছকে কত বেগে অতিক্রম করবে?
ক)50m/s
খ)60m/s
গ)12m/s
ঘ)23m/s
উত্তরঃ ক)50m/s

১২.100m উঁচু দালান থেকে একটি লোহার টুকরাকে ছেড়ে দিলে  এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?
ক)1232m/s
খ)450m/s
গ)44.27m/s
ঘ)9.8m/s
উত্তরঃগ)44.27m/s

১৩.সূর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরনের গতি?
ক)চলন
খ)সরলরৈখিক
গ)পর্যায়বৃত্ত
ঘ)স্পন্দন
উত্তরঃগ)পর্যায়বৃত্ত

১৪.54 km/h=কত m/s?
ক)10
খ)12
গ)15
ঘ)20
উত্তরঃগ)15

১৫.পড়ন্ত বস্তুর সূত্র-
i.v ∝ t
ii.h ∝ t2
iii.a ∝ t2

নিচের কোনটি সঠিক?
ক)i ও ii
খ)i ও iii
গ)ii ও iii
ঘ)i,ii ও iii
উত্তরঃক)i ও ii

১৬. সূর্যকে ঘিরে হ্যালির ধূমকেতু কক্ষপথ কেমন?
(ক) বৃত্তাকার
(খ) উপবৃত্তাকার
 (গ)সরলরৈখিক
(ঘ) পরাবৃত্তাকার
উত্তর: (খ) উপবৃত্তাকার

১৭. এক মিনিটে একটি ঘড়ির সেকেন্ডের কাঁটার সরণ কত?
(ক) 2πr
(খ)π
(গ) 0
(ঘ)πr
উত্তর: (গ) 0

১৮. নিচের কোন রাশিগুলোর একক অভিন্ন?
(ক) দ্রুতি, সরণ
(খ) সরণ, ত্বরণ
(গ) দ্রুতি, ত্বরণ
(ঘ) দ্রুতি, বেগ
উত্তর: (ঘ) দ্রুতি, বেগ

১৯. নিচের কোন শর্তটি পড়ন্ত বস্তুর সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ?
(ক) স্থির অবস্থান থেকে পড়া
(খ) বেগ সময়ের সমানুপাতিক
(গ) বায়ু অপরিহার্য
(ঘ) দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক
উত্তর: (ক) স্থির অবস্থান থেকে পড়া

২০. সুর্যের চারদিকে পৃথিবীর গতি কোন ধরণের গতি?
(ক) চলন
(গ) ঘূর্ণন
(খ) পর্যায়বৃত্ত
(ঘ) স্পন্দন
উত্তর: (খ) পর্যায়বৃত্ত

২১. 50m উচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?
(ক) 33.1m/s
(খ) 31.3m/s
(গ) 3.13m/s
(ঘ) 3.31m/s
উত্তর: (খ) 31.3m/s

২২. মুক্তভাবে পড়ন্ত বয় 1s এ 4m দূরত্ব অতিক্রম করলে 5s পর সেটি কত দূরত্ব অতিক্রম করবে?
(ক) 16m
(খ) 20m
(গ) 80m
(ঘ) 100m
উত্তর: (ঘ) 100m

২৩. 40m উঁচু দালানের ছাদ থেকে কোনো বস্তু ছেড়ে দিলে এটি কত বেগে ভূপৃষ্ঠকে আঘাত করবে?
(ক) 31.3m/s
(খ) 28ms
(গ) 35ms
(ঘ) 30m/s
উত্তর: (ক) 28m/s

২৪। বিনা বাধায় পড়ন্ত বস্তু 5 সেকেন্ডে 50m গেলে 72m যেতে কত সময় লাগবে?
(ক) 12
(খ) 7.2
(গ) 9.5
(ঘ)6
উত্তর: (ঘ) 6

২৫। মুক্তভাবে পড়ন্ত বস্তু 1 সেকেন্ডে 3m দূরত্ব অতিক্রম করলে 5 sec এ কত দূরত্ব অতিক্রম করবে?
(ক) 15 m
(খ) 25 mi
(গ) 75m
(ঘ) 5m
উত্তর: (গ) 75m

আরও পড়ুনঃ

পোস্টটি আপনার কেমন লাগল তা কমেন্টে জানাবেন এবং শিক্ষামূলক কনটেন্ট পেতে আমাদের সাথে থাকবেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url